fbpx
Friday, July 30, 2021
Homeভাইরাল খবরলক্ষীপুজোতে বিভ্রান্তি

লক্ষীপুজোতে বিভ্রান্তি

আজ কোজাগরী লক্ষী পুজো। জোর কদমে চলছে তারই প্রস্তুতি। গ্রাম থেকে মফস্বল, শহর সর্বত্রই ঘরে ঘরে লক্ষী দেবীর আরাধনার প্রস্তুতি তুঙ্গে। বছরের এই একটা দিন নিজেদের সাধ্যমতো করে পুজোর আয়োজনে ব্যস্ত থাকেন গৃহস্থেরা।অগ্নিমূল্য বাজার উপেক্ষা করেই চলছে ভিড় করে পুজোর কেনা কাটা।

এর মধ্যেই সোশ্যাল মিডিয়া তে ছড়িয়ে পরে লক্ষী পুজো থেকে আগামী ৪৮ ঘন্টা লকডাউন জারী করেছে পশ্চিমবঙ্গ সরকার,লক্ষ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ।মুহূর্তে ভাইরাল হয় সেই খবর।

মানুষের বিভ্রান্তি কাটাতে কলকাতা পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয় এই খবরটি সম্পূর্ণ ভুয়ো।

এই বছর করোনার কারণে পরিস্থিতি সম্পূর্ণ জটিল। দীর্ঘমেয়াদি লকডাউনে কাজ খুঁইয়েছেন অনেকেই। তার উপর গোদের উপর বিষফোঁড়ার মতো প্রায় আট মাস ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে দেশের লাইফ লাইন ‘লোকাল ট্রেন’। আর এমন অবস্থায় শাক-সবজি, ফলমূল থেকে শুরু করে ঠাকুরের ফুল এমনকি প্রতিমার দামও আকাশছোঁয়া। ধনদেবীর পুজোর আয়োজন করতে গিয়ে নাভিশ্বাস উঠার জোগার আমজনতার। শহর থেকে মফস্বল সব জায়গাতেই এবছর একই অবস্থা।ফল বিক্রেতা থেকে প্রতিমা শিল্পীরা জানান, করোনার কারনে এবছর অনেক পুজো কমেছে। অন্যান্য বছর পুজোর আগের দিন থেকে যেভাবে বিক্রিবাটা হতো সেই ছবি এবছর দেখা যায়নি।তার মাঝে এই খবর আরোও বিভ্রান্তি ছড়িয়েছিলো জনমানসে ,সেই বিভ্রান্তি কেটে যাওয়ায় সাময়িক স্বস্তি তে আমজনতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম