fbpx
Friday, July 30, 2021
Homeবিনোদনশেষ বয়সে মৃত্যু নিয়েও কবিতা লিখেছিলেন কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়

শেষ বয়সে মৃত্যু নিয়েও কবিতা লিখেছিলেন কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়

বাংলা সিনেমা জগতের এক উজ্জ্বল তারা যিনি নানা রকমের চরিত্রের মাধ্যমে ধরা দিয়েছেন দর্শকের সামনে। দীর্ঘ ৬০ বছর ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। দীর্ঘ জীবন যাত্রা হেসে খেলে কাটিয়ে ৮৫ বছর বয়সে এসে তিনি তার দু চোখ বন্ধ করে ফেললেন। তিনি আর কেউ নয় তিনি হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

তার দু চোখ বন্ধ করায় পুরো বাংলা সিনেমা জগতের চোখে জল। তার মৃত্যুতে সকলেই যেন ভেঙে পড়েছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি শুধু অভিনেতাই ছিলেন অভিনয় এর সাথে সাথে তিনি আরও অনেক প্রতিভা সম্পূর্ণ ছিলেন। কখনো তিনি অভিনেতা সৌমিত্র তো আবার কখনো তিনি গায়ক সৌমিত্র। কখনো বাচকশিল্পী সৌমিত্র তো আবার কখনো নাট্যকার সৌমিত্র আবার কখনো নিজের হাতে তুলে নিয়েছেন কলম তখন তিনি কবি সৌমিত্র। তার মধ্যেই একটি সুপ্ত প্রতিভা হলো কবিতা লেখা। অসাধারণ তার কবিতা লেখার হাত। তিনি তার জীবনে ১৪ টি কবিতার বই লিখেছেন।

তিনি তার ছেলে মেয়ের জন্মদিন এর সময় তাদের বালিশ এর নিচে কবিতা লিখে রাখতেন। তিনি তার এই কবিতা লেখার প্রতিভা তার মৃত্যুর শেষ দিন পযন্ত ধরে রেখেছিলেন। মৃত্যুর আগেও তিনি কবিতা লিখেছিলেন। তিনি লিখেছেন , মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই। চোখ বুজলেই চলে যেতে এক নিমেষেই ইলেকট্রিক চুল্লিতে। তিনি দ্বীপের সাথে জীবনকে তুলনা করেছেন। মানুষ মারা গেলে নীহারিকা নক্ষত্র এর দিকে ছুটে যায়। এক নিমেষেই সব হয়ে যায় বরফের মতো ঠান্ডা তখন খুদা , তৃষ্ণা , ভালোবাসা সারাদিন এর হাঁড় ভাঙা খাটুনি সব কিছুই হয়ে যায় বৃথা। মৃত্যুর আগে মৃত্যুর ভয়াবহতা উপলব্ধি করেছেন। মৃত্যুর আগেও তিনি কবিতা লিখে রেখে গেছেন।

তিনি যেমন সুন্দর কবিতা লিখতেন তেমনি সুন্দর কবিতা পাঠ করতেন প্রাক্তন এ তার রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা তার কণ্ঠে আজও স্মরনিয়। দূর্গাপুজোর সময় তিনি অসুস্থ ছিলেন। করোনা মহামারীর সময়ে তিনি কলম ধরেছিলেন। নিজের জীবন নিয়েও একটি জীবনী তিনি লিখে রেখে গেছেন। তার ইচ্ছে ছিল তার জীবনী তিনি নিজেই অভিনয় করবেন কিন্তু তার সেই ইচ্ছা আর পূরণ হল না। তার এই ইচ্ছা চিরতরে অপূর্ণ রয়ে গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম