সামনেই ২০২১শের বিধানসভার ভোট, হাতে আর কয়েকমাস সময় রয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। আর এই ভোট যুদ্ধের প্রাক্কালে দাঁড়িয়ে শাসক থেকে বিরোধী সকলেই তাদের রণকৌশল তৈরীতে ব্যাস্ত।রাজ্যে প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছে বিজেপি, আর সেই দলের রাজ্যে নেতৃত্বদের মধ্যে অন্যতম বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
কিন্ত মাঝে মধ্যেই তিনি কিছু বিতর্কিত মন্তব্যে করে বসেন যাতে করে সংবাদ শিরোনামে প্রায়শই দেখা যায় তাকে।এবারেও ঠিক একই ঘটনা, আবারও তার মন্তব্যে তিনি খবরের শিরোনামে, জানাগিয়েছে, বৃহস্পতিবার একটি ফেইসবুক লাইভে এসে আলোচনার মধ্যে তিনি মুসলিম সমাজে অপরাধিকরণ বেশি বলে মন্তব্যে করে বসেন।
বুধবার বিকেলে একটি ফেইসবুক লাইভ যেখানে, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে ওই ফেইসবুক লাইভটির আয়োজন করা হয়, সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ বাবুও। এর পরেই আলোচনা শুরু হয়, আলোচনায় দিলীপ ঘোষ তার মত প্রকাশ করেন তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও একাধিক কথাবাত্রা বলেন লাইভে।
রাজ্যে তৃণমূল সরকারের মুসলিম তোষণ বিষয় টেনে নিয়ে দিলীপ বাবু বলেন,”মুসলিম সমাজে অপরাধিকরণ বেশি”এর পরেই দিলীপ বাবু আরও বলেন,”তোষণ করার ফল ভালো হয় না, শুধুমাত্র তোষণ করা দলেরই উপকার।রাজ্যে বাম ও তৃণমূলের শাসনকাল মিলিয়ে প্রায় ৪৪বছর যাবৎ রাজ্যে তোষণ চলছে।তার পরেও কেন রাজ্যের মুসলিম সমাজ এতো পিছিয়ে?”