fbpx
Friday, July 30, 2021
Homeঅফবিটদীপাবলীর পুজোর আগে ঘর থেকে এই সমস্ত জিনিস বিদায় না করলে ঘটে...

দীপাবলীর পুজোর আগে ঘর থেকে এই সমস্ত জিনিস বিদায় না করলে ঘটে যেতে পারে অমঙ্গল

দেখতে দেখতে এসে গেছে দীপাবলি উৎসব। দীপাবলির আলো দিয়ে জীবনে অন্ধকার দূর হয়ে আলোর আগমন ঘটে। দীপাবলিকে আলোর উৎসব বলা হয়। ঘরে ঘরে সকলে আলো জ্বালায়। সকলে তাদের বাড়ি প্রদীপ , মোমবাতি বিভিন্ন লাইট দিয়ে আলোকিত করে তোলে। কালীপুজোর দিন বাড়িতে লক্ষী পুজো করা ভালো। দীপাবলি উৎসব দ্বারা সংসারে উন্নতি ঘটে। কালীপুজোর দিন লক্ষী পুজো খুব নিয়ম মেনে করতে হয়। নিয়ম মতো পুজো না হলে সংসারে অবনতি ঘটতে পারে। কোনো অনিয়ম করা উচিত নয় তাহলে সংসারে অমঙ্গল হতে পারে। ঘরের শান্তি বজায় রাখতে যে সমস্ত জিনিস দিয়ে ঘর সাজাতে হবে। যেসব জিনিস দিয়ে ঘর সাজালে তা ভালো সেইসব জিনিস গুলো হলো। কোন কোন জিনিস ঘরে রাখতে হবে আর কোন কোন জিনিস ঘরে রাখা হবে না।

আজকাল অনেকের বাড়িতেই শৌচাগার এ কোমডর ব্যবস্থা থাকে। আর বাস্তুকারদের মতে কোমড এর ঢাকনা খুলে রাখা ভালো নয়। এতে স্বাস্থ্যর ক্ষতিও হয়।

সবসময় ঘর গুছিয়ে রাখা উচিত। ঘর পরিষ্কার করে রাখা উচিত। যতোটা সম্ভব ততটা ঘর সবসময় গুছিয়ে রাখা উচিত।

বাড়িতে ঢোকার দরজা ও দরজার সামনে সবসময় পরিষ্কার করে রাখা উচিত।

বাড়িতে নষ্ট বা খারাপ জিনিস রাখা উচিত নয়। নষ্ট টিভি , ফ্রিজ , ওয়াসিং মেশিন , নষ্ট ঘড়ি এসব রাখা উচিত নয়। এসব নষ্ট জিনিস বাড়িতে থাকলে আপনার জন্য দুর্ভাগ্যজনক। এতে সংসার এর ভালো হয় না।

বাড়িতে অনেকেই গাছ লাগান। তবে গাছ মরে গেলে সেই শুকনো গাছ বাড়িতে রাখা উচিত নয়। এটা ক্ষতিকারক আপনার সংসার এর জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম