Home অর্থনীতি বেড়ে গেল মদের দাম! রেগে ফুঁসছেন মদ প্রেমিরা

বেড়ে গেল মদের দাম! রেগে ফুঁসছেন মদ প্রেমিরা

দেশজুড়ে চলছে করোনার প্রকোপ। আর এই করোনার জেরে দীর্ঘদিন ছিল লক ডাউন। আর লক ডাউন চলাকালীন দেশজুড়ে ছিল মদ বিক্রি বন্ধ। রাজ্যে মদ বিক্রি একদম বন্ধ ছিল। তার পর দীর্ঘদিন পর রাজ্যে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়।

জানা গেছে , বিদেশী দামি মদের দাম আরও বৃদ্ধি পাবে। ১ নভেম্বর থেকে মদের নতুন দাম নির্ধারিত  ২২ ধাপে। ২২ টি ধাপ হিসেবে মদের বিভিন্ন ভাগ হিসেবে দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে দীর্ঘদিন লক ডাউন এর পর মদ বিক্রির অনুমতি দেওয়ার সাথে সাথে মদ এর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল।

কিন্তু নভেম্বর মাসে এই মদের দাম আরও বৃদ্ধি পাবে বলে জানা যাচ্ছে। জানানো হয়েছে , আগে ৭৫০ মিলিলিটার এর বোতলের জন্য দিতে হত ৬৭০ টাকা তবে এখন দিতে হবে ৯৮০ টাকা। অর্থাৎ আরও ৩১০ টাকা বেশি দিতে হবে গ্রাহককে। ১৮০ মিলিলিটার এর মদের বোতলের দাম ২৩৫ টাকা। ঐ মদের ৩৭৫ মিলিলিটার এর বোতলের দাম ৪৯০ টাকা। এবং ৭৫০ মিলিলিটার এর দাম ৯৮০ টাকা। আগে বড় বোতলের মদ নিলে কিছুটা টাকা লাভ হত কিন্তু এখন থেকে আর এইরকম হবে না ছোট বোতলের মদের দাম অনুযায়ী বড়ো বোতলের মদের দাম নির্ধারণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম