fbpx
Sunday, August 1, 2021
Homeঅন্যান্যপৃথিবীর বৃহত্তম মুসলিম দেশের মুদ্রায় ভগবান গণেশের ছবি! জানুন কিছু অজানা তথ্য

পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশের মুদ্রায় ভগবান গণেশের ছবি! জানুন কিছু অজানা তথ্য

ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে অনেক ক্ষেত্রেই রয়েছে মিল। যেমন ইন্দোনেশিয়া ও ভারতের সংস্কৃতিতে অনেক মিল লক্ষ্য করা যায়। এছাড়া ভারত ও ইন্দোনেশিয়ার ভাষাগত অনেক মিলও আছে। ভারত ও ইন্দোনেশিয়ার ধর্মের ক্ষেত্রেও রয়েছে অনেক মিল। ভারতের ব্যবসা প্রতিষ্ঠানে ভগবান গণেশ এর পুজো করা হয়।

ইন্দোনেশিয়াতেও ভগবান গণেশের পুজো হয়। ইন্দোনেশিয়া তে ভগবান গণেশ কে শিল্প ও বুদ্ধিমত্তার দেবতা হিসেবে মান্য করা হয়। তাই একসময় ইন্দোনেশিয়ার মুদ্রায় ভগবান গণেশের ছবি ছাপানো হয়েছিল। যদিও ইন্দোনেশিয়াতে মুসলমান জনসংখ্যা বেশি। তবুও ইন্দোনেশিয়াতে অনেক হিন্দু দেবদেবীর পুজো হয়। এখানে হিন্দু ধর্মের প্রভাব অনেক বেশি।

ইন্দোনেশিয়াতে রামায়ণ এর গুরুত্বও দেখা যায়। পুরো ইন্দোনেশিয়াতে সকলেরই রামায়ণ ও মহাভারত এর কাহিনী জানা। সেখানকার জাকার্তা স্কয়ারে কৃষ্ণ অর্জুন এর মূর্তিও স্থাপন করা হয়েছে। ইন্দোনেশিয়াতে রয়েছে ভগবান শিব ও বিষ্ণুর মন্দির। ইন্দোনেশিয়াতে অনেক বছর আগে ইন্দোনেশিয়ার কুড়ি হাজার টাকার নোট এর ওপর ভগবান গণেশের ছবি ছাপানো হয়েছিল। কারণ সেই সময় ইন্দোনেশিয়ার অর্থনীতি একদম ভেঙে পড়েছিল। তারপর ইন্দোনেশিয়াতে 1998 সালে নতুন করে আবার কুড়ি হাজার টাকার নোট ছাপানো হয়।

1998 সালে ছাপানো ওই নতুন নোট এর থেকে ভগবান গণেশের ছবি সরিয়ে দেওয়া হয়। ইন্দোনেশিয়াতে হিন্দু ধর্মের প্রভাব দেখা যায় কিন্ত ইন্দোনেশিয়াতে হিন্দু ধর্মের আগমন কিভাবে হয়েছিল সেই তথ্য পুরোপুরি পরিষ্কার নেই। তবে জানা যায় ইন্দোনেশিয়ায় অধিকারীক রূপে ছয়টি ধর্ম কে স্বীকৃতি দেওয়া হয় তার মধ্যে 1962 সালে হিন্দু ধর্ম স্থান পেয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম