fbpx
Saturday, June 19, 2021
Homeআন্তর্জাতিকপ্রেমিকা ছেড়ে যেতেই ভাগ্য খুলে গেল যুবকের, লটারিতে পেলেন ৩০ কোটি টাকা

প্রেমিকা ছেড়ে যেতেই ভাগ্য খুলে গেল যুবকের, লটারিতে পেলেন ৩০ কোটি টাকা

প্রেমিকা ছেড়ে যেতেই তিন মিলিয়ন পাউন্ড লটারি জিতলেন এক যুবক। ভারতীয় মুদ্রায় যার অর্থ মূল্য প্রায় ৩০ কোটি টাকা। ওই টাকা দিয়ে ছেড়ে যাওয়া প্রেমিকার জন্য ফ্রিজ এবং ওয়াশিং মেশিন কেনার পরিকল্পনা করেছেন ওই যুবক। তবে ভেঙে যাওয়া প্রেম আর জোড়া লাগানোর কোনও পরিকল্পনা তাঁর নেই।

নিজের বা প্রেমিকার নাম সংবাদ মাধ্যমের সামনে ফাঁস করতে নারাজ ওই যুবক। জানা গিয়েছে, ওই যুগল দক্ষিণ আফ্রিকার কোনও একটি শহরের বাসিন্দা। গরমে নাজেহাল হয়ে নিজেদের সংসারের জন্য একটি ফ্রিজ এবং ওয়াশিং মেশিন কেনার দাবি করেছিল প্রেমিকা। লকডাউনে উপার্জন কমে যাওয়ায় তা সম্ভব হয়নি। গত কয়েক মাস ধরে এই নিয়ে অশান্ত চলছিল।

গত সপ্তাহ আগে সেই বিবাদ চরমে ওঠে। শুক্রবার রাতের দিকে প্রমিককে ছেড়ে চলে যায় প্রেমিকা। যার মূল কারণ ছিল সংসারের আর্থিক প্রতিকূলতা। কিন্তু তারপরেই ঘটল চমকপ্রদ ঘটনা। প্রেমিকা ফ্ল্যাট ছেড়ে চলে যেতেই নিজের কেনা লটারির নম্বর মিলিয়ে দেখেন ওই যুবক। কিছুক্ষণের জন্য বিশ্বাস হচ্ছিল না যে তিনি স্বপ্ন দেখছেন কিনা। কারণ তিনিই পেয়ে গিয়েছেন জ্যাকপট। প্রেমিকা ছেড়ে যেতেই হয়ে গিয়েছেন কোটিপতি।

অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন বছর ৩০-এর ওই যুবক। শেয়ার বাজারে বিনিয়োগ করেই জীবন ধারণ করে থাকেন। লকডাউনে সেই কাজে ভাটা পরেছিল। ফের সেই বিনিয়োগের কাজ শুরু করতে চান তিনি। এই উপায়ে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করার পরিকল্পনা রয়েছে তাঁর। সেই সঙ্গে করোনা ভাইরাসের মোকাবিলাতেও অর্থ প্রদান করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া ওই যুবকের কথায়, “এই লটারি থেকে পাওয়া অর্থ করোনা মোকাবিলার জন্য দান করব। যাতে মানুষ এবং পশুপাখিরা ভালো থাকে।”বক্তব্যের শেষ ছেড়ে যাওয়া প্রমিকার উদ্দেশ্যে তিনি বলেছেন, “আর অবশ্যই আমার প্রেমিকাকে এই টাকা থেকে ফ্রিজ এবং ওয়াশিং মেশিন কিনে দেব। যদিও এখন আর ওর(প্রেমিকা) প্রতি আমার কোনও অনুভূতি নেই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম