বাঙালির শ্রেষ্ট উৎসব হল দুর্গাপুজো। এই দুর্গাপুজোর জন্য বাঙালি অধীর আগ্রহে একটা বছর ধরে অপেক্ষা করে। বাঙালি এই দূর্গাপুজো কে ঘিরে নানা আশা জমিয়ে রাখে। মহালয়া থেকেই শুরু হয়ে যায় বাঙালির আগমনী সুর। মহালয়া থেকেই শুরু হয়ে যায় আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। তবে এই বছর সব কিছুতেই রয়েছে ব্যতিক্রম। করোনা যেন পুজো পুজো গন্ধটা কেও আটকে রেখেছে।
সপ্তাহ ঘুরলে মহালয়া। কিন্তু পুজো পুজো আমেজ যেন এবছর নেই। মহালয়া এলে বাঙালির যে তোড়জোড় শুরু হয়ে যায় এবছর সে সব দেখা যাচ্ছে না। তবে বিনোদন চ্যানেল গুলো মহালয়ার আয়োজন করেছেন। স্টার জলসা চ্যানেল এ মহালয়াতে মা দূর্গা রূপে আসছেন মিমি চক্রবর্তী। কালারস্ বাংলা থেকে জানিয়েছেন তারা এই করোনা পরিস্থিতির জন্য তারা এবছর কেনো মহালয়া অনুষ্ঠান করেননি। তারা দর্শক দের আগের বছরের মহালয়া এবছরও দেখবেন। তবে জি বাংলা চ্যানেল থেকে জানিয়েছেন তারা দর্শক এর জন্য মহালয়া অনুষ্ঠিত করছেন।
জি বাংলায় এবছর মায়ের সপ্তপদই রূপ দেখানো হবে। মায়ের মহিষাসুর মর্দিনী রূপে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্য কে। পার্বতী রূপে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে অর্থাৎ রানী রাসমণিকে। মায়ের অনন্যা রূপে দেখা যাচ্ছে স্বস্তিকা দত্ত , উষসি রায় , তিয়াসা রায় , দেবাদৃতা বসু , সুদীপ্তা রায় , সম্প্রীতি পোদ্দার। এবং শিবের ভূমিকায় দেখা যাচ্ছে অভিষেক বসু অর্থাৎ নেতাজি ধারাবাহিক এর নেতাজি। তারা জানিয়েছেন জি বাংলার মহালয়ায় থাকছে অনেক আকর্ষণ।