fbpx
Thursday, July 29, 2021
Homeভাইরাল খবরবিস্ময় বালক, মাত্র ১১বছরেই 'ইঞ্জিনিয়ারিং' ছাত্রদের কোচিং করাচ্ছেন মোহাম্মদ হাসান

বিস্ময় বালক, মাত্র ১১বছরেই ‘ইঞ্জিনিয়ারিং’ ছাত্রদের কোচিং করাচ্ছেন মোহাম্মদ হাসান

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানা জায়গার নানা ঘটনা নেটিজেনদের চোখে পরে। নানা রকমের ঘটনা শুনে নেটজগত রীতিমতো অবাক হয়ে যান। এইরকম এর হায়দ্রাবাদ এর একটি ঘটনা দেখে নেটজগত অবাক হয়ে গেলেন। হায়দ্রাবাদ এর এক ছোট্ট বালক আইটেক ও বিটেক ছাত্রছাত্রী দের কোচিং দেন। ওই বালক এর নাম মোহাম্মদ হাসান আলীর সে সপ্তম শ্রেণীতে পরে বয়স মাত্র ১১ বছর।

ঘটনাটি সত্যিই অবাক হওয়ার মতো। আসলে সে ইঞ্জিনিয়ারিং এর সব অঙ্ক চট করেই করে ফেলতে পারে। আইটেক ও বিটেক এর সব ডিজাইন নিমেষেই করে ফেলতে পারে। মহাম্মদ এর বাড়ির সকলেই শিক্ষকতার সঙ্গে যুক্ত। তাই তারও ছোট থেকেই ইচ্ছা ছিল শিক্ষকতা করা। তবে সপ্তম শ্রেণীতে পরা এই ছোট্ট বালকের জীবনের রুটিন হল স্কুল যাওয়া তার স্কুল থেকে এসে মাঠে খেলতে যাওয়া তারপর সন্ধ্যার সময় তার বাড়িতে সব দাদা দিদিরা কোচিং নিতে আসে তারপর সে রাত ৮ টা পর্যন্ত পড়ান তারপর আবার নিজের হোম ওয়ার্ক করে খেয়ে ঘুমোতে যান।

সে সিভিল , ইঞ্জিনিয়ারিং ও টেকনিকাল স্টুডেন্ট দের কোচিং করায়। তার পছন্দ ডিজাইনিং তিনি নিজে ইন্টারনেট এ শিখে অন্যকে সেখান। সে তার স্টুডেন্ট দের ডিজাইনিং ও ড্রাফটিং বিষয়েও পড়ান। ছাত্রছাত্রীরাও তার পড়ানোতে খুব সন্তুষ্ট হন সে খুব সহজ ভাবে সকলকে সবটা বুঝিয়ে দেন। তবে সে তার শিক্ষকতার জন্য কেনো বেতন নেননা। কারণ সে বলে তার লক্ষ্য দেশের সকল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যেন দেশেই চাকরি পান তাই সে তাদের সেখান সে চায় দেশের কেনো ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টকে যেন চাকরির জন্য আর বিদেশে না যেতে হয়। সকলেই যেন দেশেই চাকরি পায় এটাই তার লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম