fbpx
Friday, July 30, 2021
Homeনতুন খবরমহেশ ভাটের কু'কর্ম কাণ্ড ফাঁস করলেন তার নিজের বৌমা! ভিডিও দেখে অবাক...

মহেশ ভাটের কু’কর্ম কাণ্ড ফাঁস করলেন তার নিজের বৌমা! ভিডিও দেখে অবাক দেশবাসী

বলিউড তারকা সুশান্ত এর মৃত্যুর পর পরিচালক মহেশ ভাট এর নাম সোশ্যাল মিডিয়ায় একদম ফ্রন্ট এ চলে এসেছিলো। নানা রকমের দুর্নীতির সাথে যুক্ত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এবার তার বিরুদ্ধে মুখ খুললেন তার নিজের ভাগ্না সুমিত সভারোয়ালের স্ত্রী লুভীয়ানা। মহেশ ভাট এর বিরুদ্ধে মুখ খুললেন তার ভাগ্না বৌ। তিনি তার ইনস্টাগ্রাম এ একটি ভিডিও শেয়ার করলেন।

তিনি বললেন মহেশ ভাট খুবই প্রভাবশালী মানুষ। তিনি মহেশ ভাট এর বিরুদ্ধে নানা অভিযোগ তুললেন। লভিয়েনা ২০১০ সালে কাজবাড়ে সিনেমার দ্বারা প্রথম বলিউড জগতে পা রেখেছিলেন। তখন তিনি হিমেশ রেশমিয়ার সাথে কাজ করেছিলেন। লভিয়েনা এর আগেও মহেশ ভাট এর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন।

বলিউড এর নেপোটিজম এর মতো অন্ধকার দিকের জন্য অভিযোগ এর আঙ্গুল ওঠে মহেশ ভাট এর দিকে। সম্প্রীতি তিনি তিনি বললেন , মহেশ ভাট তাকে বাড়ি থেকে করে দিতে চেয়েছিলেন। তিনি বললেন তিনি মহেশ ভাট এর বোন এর ছেলে সুমিত সভারোয়ালের স্ত্রী কিন্তু তিনি বিবাহ বিচ্ছেদ এর মামলা করেছেন। তিনি বললেন তিনি বিয়ের পর জানতে পেরেছেন যে তার স্বামী অনেক অভিনেত্রীর সাথে মাদক দ্রব্যে পাচার এর সাথে যুক্ত ছিলেন।

এই বিষয়ে সমস্তটা মহেশ ভাট জানেন। মহেশ ভাট পুরো সিস্টেমটিকে চালান। তিনি বললেন বলিউড জগতের সবথেকে ডন হলেন মহেশ ভাট। উনি এমন একজন মানুষ যে ওনার মত মতো যদি কেউ না চলে তাহলে তিনি তাদের জীবন ধ্বংস করে দেন। মহেশ এর ভাগ্না বৌ আরো অভিযোগ করে তিনি বলেন মহেশ ভাট এর একটা ফোন কলে মানুষের কাজ পযন্ত চলে যেতে পারে। তিনি অনেক অভিনেতা অভিনেত্রীদের ছিনিয়ে নিয়ে তাদের ভবিষ্যত নষ্ট করে দেন। তিনি বলেন প্রথমে কেউ তার অভিযোগ মেনে নেননি। তারপর সেই অভিযোগ দায়ের করা হলেও তার যথাযত ব্যবস্থা নেওয়া হয়নি।

লভিয়েনা বলেন তিনি যেহেতু তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাই মহেশ ভাট তাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছেন। এখন যদি তার ও তার পরিবারের কোনো ক্ষতি হয় তাহলে তার জন্য মহেশ ভাট দায়ী থাকবেন। মহেশ ভাট এর ভাগ্না বৌ এর এই ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে আবারও মহেশ ভাট এর প্রতি রাগ জন্মায় নেট জনতার। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম