Home রাজ্য চালু হতে চলেছে মাঝেরহাট ব্রীজ

চালু হতে চলেছে মাঝেরহাট ব্রীজ

নব রূপে, নব প্রযুক্তির সাহায্যে চালু হতে চলেছে। মাঝেরহাট ব্রীজ। বেহালা, বজবজ, নামখানা , কাকদ্বীপ সহ দক্ষিণ ২৪ পরগনার সড়কপথ যোগাযোগের প্রধান সেতুটি অর্থাৎ মাঝেরহাট ব্রীজটি ব্যবহারের জন্য চালু হতে চলেছে।

নিত্য যানজট হয়রানির থেকে মুক্তি পেতে চলেছেন কয়েক লক্ষ্য বসবাসকারী। সূত্রের খবর অনুসারে দীপাবলির আগে আলোকমালায় সুসজ্জিত হয়ে নবরূপে আসতে চলেছে মাঝেরহাট ব্রীজ। প্রস্তুতি পর্ব প্রায় শেষ এখন শুধু সময়ের অপেক্ষা। প্রশাসনিক কর্তাদের মুখের দিকে তাকিয়ে সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম