fbpx
Friday, July 30, 2021
Homeবিনোদনসাদা হট প্যান্ট ও ধূসর টাস্কটপে মুম্বাইয়ের রাস্তায় ছুটে বেরালেন মালাইকা

সাদা হট প্যান্ট ও ধূসর টাস্কটপে মুম্বাইয়ের রাস্তায় ছুটে বেরালেন মালাইকা

মালাইকা আরবারের নাম প্রায় সকলেই শুনেছেন। তিনি এক সময় সালমান খান এর দাদা আরবাজ খানের স্ত্রী ছিলেন। তবে সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে। বলিউড এর একজন জনপ্রিয় তারকা মালাইকা। তবে বর্তমানে তিনি চুটিয়ে প্রেম করছেন অর্জুন কাপুরের সঙ্গে। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি তারা সাত পাকে বাঁধা পড়বেন। গত বছর অর্জুন এর জন্মদিন এর দিন তিনি তার সম্পর্কের কথা বলেন। অর্জুন এর থেকে তিনি ১১ বছরের বড় এই নিয়ে অনেকে অনেক সমালোচনা করলেও মালাইকা কখনো সে বিষয়ে পাত্তা দেননি।

সম্প্রীতি মুম্বাই এর রাস্তায় তিনি সন্ধ্যাভ্রমণ এ বেরিয়েছিলেন। তবে তার পোশাক ছিল একটু অন্নরকম। সাদা হটপ্যান্ট , ধূসর টাস্কটপ ও মুখে মাস্ক পরে তিনি এদিন সন্ধ্যা জগিং এ বেরিয়েছিলেন। তার হটপ্যান্টটি ছিল রিফ্লেকটিভ। তাই সন্ধ্যার অন্ধকারে তার এই হটপ্যান্ট বিশেষভাবে নজর কেড়ে নিল। তিনি প্রায় মুম্বাই এর রাস্তায় ক্যামেরা বন্দি হন।

তিনি স্বাস্থ্য সচেতন তা নিঃসন্দেহে বোঝা যায়। করোনাকে হারিয়ে তিনি নিজের দৈনিক জীবনে ফিরে এসেছেন। করোনা মুক্ত হতেই তিনি শরীরিক চৰ্চা শুরু করে দিয়েছেন। অর্জুন এর সাথে তার সম্পর্কের কথা প্রকাশ্যে জানানোর পর থেকে তারা তাদের ঘনিষ্টতা আর লুকিয়ে রাখেননি। প্রায় তাদের দুজনকে প্রকাশ্যে পার্টিতে , রাস্তায় দেখা যায়। এর মধ্যে তিনি তার ছোট্ট ছেলে আরহান খানের জন্মদিন পালন করলেন। ছেলের সঙ্গে ছবি পোস্ট করে ছেলেকে জন্মদিন এর শুভেচ্ছা জানালেন। তিনি ছেলের একটি পুরোনো ছবি পোস্ট করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম