মালদা, নিজস্ব সংবাদদাতা: রাজ্য আজ সরকারের করা লকডাউন চলছে গোটা রাজ্য জুড়ে, আর সেই লকডাউনকে সফল করতেই বিভিন্ন জেলায় পুলিশের তৎপরতার ছবি একাধিক জেলা থেকে উঠে আসছে।এইদিন মালদা জেলার বিভিন্ন স্থানে জেলা পুলিশের কর্যকর্তারা রাস্তায় নেমে বিনা কারনবসত ঘুরে বেড়ানো মানুষদের আটকে দেয় সাথেই তাদের গাড়িগুলোকেও পাকড়াও করে।
এইদিন মালদা জেলার বিভিন্ন থানার পুলিশের যেমন,মানিকচক,পুকুরিয়া,রতুয়া এবং ভুতনি থানার পুলিশেরা সকাল থেকেই নাকা চেকিং চালায়।এইদিন সকাল থেকেই রাস্তাঘাট প্রায় লোকশূন্য ছিল।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ার জেলা ও সংলগ্ন এলাকার জুড়ে পাঁচ দিনের লক ডাউন!
সার্কেল ইন্সপেক্টর সঞ্জয় ঘোষ, তার নেতৃত্বে চারটি থানার পুলিশেরা রাস্তার মোড়ে নাকা চেকিং করে, বিনা কারনবসত বাইরে বেরহওয়া মানুষদের সচেতন করেন এবং সাথেই বেশকয়েকজনকে আটকও করা হয়েছে। এইদিন জেলার সমস্ত দোকানপাট বন্ধ ছিল কেবল মাত্র জরুরী ঔষধের দোকান খোলা ছিল।