মালদা, নিজস্ব প্রতিনিধিঃ করোনা সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী দ্বিতীয় সাপ্তাহিক লকডাউন কঠোরভাবে পালিত হল মালদার চাচোলে। ২৫শে জুলাই ,শনিবার সকাল থেকেই পুলিশ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে টহল দিচ্ছিল এবং নাকা চেকিং করছিল ।এদিন সকাল থেকে শহরের রাজপথ ছিল শুনশান, দোকানপাট ,হাট বাজারও বন্ধ ছিল ।একমাত্র খোলা ছিল ওষুধের দোকান গুলি।
রাস্তায় অকারণে বেরোতে দেখলে অথবা মাক্স ছাড়া কাউকে দেখলে পুলিশ তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছিলেন এবং বহু জায়গায় লাঠিচার্জ পর্যন্ত করা হয়েছে কিছু লকডাউন লঙ্ঘনকারী মানুষের বিরুদ্ধে । বিভিন্ন গ্রামে পুলিশ অভিযান চালায় এবং দোকানপাট বন্ধ করে দেয় ,মোট ১৫ জনকে পুলিশ আটক করে এই লকডাউধ লংঘন করার জন্য।
অতএব সবমিলিয়ে করোনা পরিস্থিতির সামাল দিতে মালদা চাচোলর পুলিশের তৎপরতা ছিল প্রশংসনীয়।