অনেকদিন বাদে চিত্রশিল্পী রূপে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে দেখলো বঙ্গবাসী। করোনার কালীন সময়ে এবারের দুর্গা পুজো অন্যান্য বছরের তুলনায় অনেকটাই আলাদা ,সব আনন্দ গ্রাস করে নিয়েছে এই করোনা। কিন্তু বাঙালির শ্রেষ্ঠ পুজো বলে কথা থামিয়ে রাখতে রাজী নয় বঙ্গবাসী তাই সমস্ত রকম সতর্কবার্তা মাথায় রেখেই অল্প হলেও আয়োজন করা হচ্ছে পুজো । কিছুটা হলেও মেতে উঠতে চলেছে আগামী চার দিন রাজ্যবাসী।
ইতিমধ্যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটি ক্লাবগুলোকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন । কারণ এই মুহূর্তে সাধারণ মানুষের পক্ষে বেশি মাত্রায় চাঁদা দেওয়া সম্ভব নয় এর পাশাপাশি বিদ্যুতের বিলেও ৫০% ছাড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । নবান্ন ভার্চুয়াল মাধ্যমে কলকাতা এবং কলকাতার বাইরে পুজোর উদ্বোধন করছেন তিনি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখা গেল সশরীরে ২১ পল্লীতে । সেখানে তিনি উদ্বোধনের পাশাপাশি এঁকেছেন একটি মা দুর্গার চিত্র । তার অল্পসময়ের মধ্যেই নেটিজেনদের আলোচনা সমালোচনায় ভাইরাল হলো চিত্রটি।
মা দূর্গা মাস্ক পরা অবস্থায় চিত্র তৈরী করে জনগণকে সচেতন করতে সচেষ্ট হলেও মুখ্যমন্ত্রীর সেই আঁকা কে কেন্দ্র করে বেশ কিছু হাস্যকর মন্তব্য এসেছে।মুখ্যমন্ত্রী তার মতন একটি সুন্দর মায়ের মূর্তি আঁকার চেষ্টা করেলেও নেটিজেনদের বক্তব্যে উঠে এসেছে সুদীপ্ত সেনের সারদার তরফ থেকে ছবি কেনা,চপ শিল্পের প্রসঙ্গ বা দিদিকে বলো র কথা। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হওয়া রাজ্য রাজনীতির লড়াইয়ে এবার যুক্তহলো শারদ উৎসবের প্রসঙ্গও।