Home রাজ্য উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

করোনা পরিস্থিতিতে গোটা রাজ্য জুড়ে একাধিক কাজকর্ম বন্ধ ছিল, আসতে আসতে মহামারীর দাপট কমতেই উত্তরবঙ্গের কাজকর্ম খতিয়ে দেখতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।সামনেই ২১সের বিধানসভা ভোট আর সেই সম্মুখে দাঁড়িয়ে উত্তরবঙ্গে দলের সংগঠনকে শক্ত করতেই সম্ভবত মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে পদার্পণ!

এর আগেও ৬মাস আগেই উত্তরবঙ্গে ভ্রমণ সেড়ে ছিলেন মাননীয়া,এবারে নতুন করে ৪ দিনের উত্তরবঙ্গে এসে জেলাগুলোতে একাধিক কর্মসূচী পালন করতে চলেছেন মুখ্যমন্ত্রী, এমনটাই খবর পাওয়া যায়।

নবান্ন সূত্রের খবর, আগামী ২১ সেপ্টেম্বর শিলিগুড়িতে এসে পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই ২২ সেপ্টেম্বর আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই জেলায় প্রশাসনিক বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী। পরদিন বৈঠক হবে কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং জেলাতে। তবে জানা গিয়েছে সমস্ত বৈঠকই উত্তরকন্যায় বসে করবেন মুখ্যমন্ত্রী। এবার জেলা সফরের পরিকল্পনা নেই তাঁর।

জেলা ভিত্তিক বিভিন্ন আলোচনার পরেই সম্ভবত ২৪ তারিখ মুখ্যমন্ত্রী আবার কলকাতায় ফিরে যাবেন।জানা গিয়েছে,এবার তিনি জেলাশাসকদের সাথে বৈঠক করবেন আর সেই বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন মন্ত্রী ও প্রসাশনিক কর্তারা। এছাড়াও অনেকগুলো নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পরিকল্পনাও রয়েছে মুখ্যমন্ত্রীর ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম