দৈনিক ডেস্ক:- ঐতিহাসিক রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে বহু প্রতীক্ষার পর ৫ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে এই শুভ কাজ হতে চলেছে।এই অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আমন্ত্রণ পেয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও আমন্ত্রণ পেয়েছেন তবে তিনি এই শুভদিনে উপস্থিত হবেন কিনা তা এখনো জানাননি মুখ্যমন্ত্রী।
রাম মন্দির ট্রাস্টের পক্ষথেকে জানান হয়েছে, সব রাজনৈতিক দলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই ঐতিহাসিক দিনের সাক্ষীথাকতে আমন্ত্রণ করা হয়েছে।ট্রাস্টের কোষাধক্ষ স্বামী গোবিন্দদেব গিরি জানান, দেশের বিভিন্ন স্থানে থাকা প্রধান সাধুসন্তদের, বিভিন্ন রাজনৈতিক দলের প্রমুখ সমেত সমাজকর্মীরাও এই দিনে উপস্থিত হবার আমন্ত্রণ পাবেন।স্বামী গোবিন্দদেব আরও বলেন, করোনার কথা মাথায় রেখে সোসাল ডিসটেন্সি বজায় রাখতে ২০০জনের বেশি লোক যাতে উপস্থিত না হয় সেই দিকে তাকিয়ে বর্তমানে ১৫০ জনকেই আমন্ত্রন করা হতে পারে, এমনকি সকলেই যেনো নির্দিষ্ট দূরত্বে বসে এই ঐতিহাসিক দিনের সাক্ষী থাকতে পারে সেই দিকেও বিশেষ ব্যবস্থা করা হবে বলে জানান হয়।
পবিত্র রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগেই প্রধানমন্ত্রী রাম লাল্লা মন্দির পরিদর্শন করবেন এবং ভগবান শ্রী রামের পুজো করবেন।এর পরেই প্রধানমন্ত্রী পবিত্র রামমন্দিরের ভূমি পুজোতে বসবেন।