কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: তুফানগঞ্জের বালাভূত এলাকায় সীমান্ত রক্ষা কর্মী বিএসএফ এর গুলিতে মৃত্যু হয় একজনের এছাড়াও ২জন আহত হয়েছে বলে খবর।খবর সূত্রে জানগিয়েছে, মৃতর নাম আজিজুল রহমান।ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
অভিযোগ এসেছে,রবিবার সন্ধ্যায় সীমান্তে গরু পাঁচারের জন্যে সেই এলাকায় বেশকিছু পাচারকারীরা সেখানে উপস্থিত হয় বলে বিএসএফের কাছে এমনটাই খবর আসে।এর পরেই খবর পেয়ে বিএসএফের কর্মীরা সেখানে জান। অভিযোগ আসে, বিএসএফ এর কর্মীদের এলাকায় দেখতে পেয়ে স্থানিয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে।এর পরেই পরিস্থিতি গরম হতেই বিএসএফ এর সেনারা গুলি চালায় এর পরেই ঘটনায় একজনের মৃত্যু হয় এবং ২জন আহত হয়েছে বলে খবর।
বিএসএফের দাবি, পরিস্থিতি হাতের নাগাল যেতেই তারা গুলি চালাতে বাধ্য হয়।বর্তমানে এলাকায় পরিস্থিতি সামাল দিতে তুফানগঞ্জ থানার পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে এবং সাথেই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।