নিখুঁত ভাবে ছবি আঁকতে পারা একটি বিশেষ জ্ঞান।পড়াশোনার পাশাপাশি ছবি আঁকাও একটি শিক্ষা। আলিপুরদুয়ার এর ছোট্ট মেয়ে স্নেহা একটি ছোট্ট চালের মধ্যে ভারতের মানচিত্র আঁকলেন। ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে নাম উঠল স্নেহার।স্নেহার বাড়ি আলিপুরদুয়ার সূর্যনগরের ৮ নং ওয়ার্ড এ। স্নেহা দাস আলিপুরদুয়ার মহাবিদ্যালয় এর দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছোটবেলার থেকেই স্নেহা আঁকতে ভালোবাসে। সে নানা ধরণের জিনিস তৈরী করতে ও দেওয়াল আঁকা করতে ভালোবাসে। স্নেহা নাচ করতেও ভালোবাসে। কিন্তু পারিবারিক সমস্যার কারনে কোনটিই ঠিক মতো করতে পারেনি।
এবার সে একটি ছোট্ট চালের দানায় ভারতের মানচিত্র এঁকে অসীম প্রশংসার অর্জন করেছেন স্নেহা। স্নেহা ০. ৫ সেন্টিমিটার ছোট একটি চালের দানায় ভারতের মানচিত্র এঁকে রেকর্ডস বুকে নাম তুলে ফেললেন। স্নেহা চালের দানায় ভারতের মানচিত্র এঁকে সেটার ছবি তুলে সোশ্যাল মিডিয়া তে পোস্ট করে। সেই ছবি দেখে সবাই অবাক হয়ে যায় এবং তাকে সবাই বাহবা জানায়। তারপর সেই ছবি অবাক করে দিয়েছে ভারত বাসীকে। স্নেহা বলল সে বাবা মায়ের মুখ উজ্জ্বল করে ভীষণ খুশি।
এরপর সেই ছবি ইন্টারন্যাশনাল বুকস অফ রেকর্ডস এর কর্তাদের চোখে পরে। তারপরই সেই স্নেহা ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস এ নাম তুলে ফেলল।