fbpx
Saturday, July 24, 2021
Homeবিনোদনসাদা পোশাকে ঝড় তুললেন মৌনি

সাদা পোশাকে ঝড় তুললেন মৌনি

সাদা পোশাকে ঝড় তুললেন মৌনি

বলিউড ইন্ড্রাস্ট্রিতে মৌনি রায় এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। তাকে বেশ কিছু ধারাবাহিক এ অভিনয় করতে দেখা গেছে। নাগিন ধারাবাহিক এ তাকে নাগিন এর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল এবং দেবো কে দেব মহাদেব ধারাবাহিক এ সতীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। বাঙালী মেয়ে হয়েও অভিনেত্রী বলিউড এ বেশ দক্ষতা অর্জন করে নিয়েছেন। এছাড়া অভিনেত্রীকে কেজি অফ বা গোল্ড ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। এবছর মুক্তি পাওয়ার কথা ছিল মৌনি রায় অভিনিত ‘ব্রহ্মাস্ত্র ‘।

 

 

তিনি ছবিতে রণবীর ও আলিয়ার সাথে অভিনয় করেছিলেন। তবে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সবসময় একটিভ থাকেন। সোশ্যাল প্রায় তিনি নানা রকমের ছবি শেয়ার করেন। সম্প্রীতি তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি। যা রীতিমতো পুরুষের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। ছবি জুড়ে সৌন্দর্য উপচে পড়ছে। চেহারায় গ্ল্যামার ভরপুর। একটি বোটের ওপর দাঁড়িয়ে অভিনেত্রী ছবি পোস্ট করেছেন।ছবিতে দেখা যাচ্ছে মৌনি রায় এর ফিনফিনে রোগা দেহে সাদা ধবধবে পাতলা জামা। খোলা চুল।

 

 

 

সামনে অতল সমুদ্র। সমুদ্রের জল কখনো নীল আবার কখনো সবুজ। এই লুকে অভিনেত্রীকে বেশ আকর্ষণীয় লাগছে। যদিও অভিনেত্রীর এই ছবি গুলো বর্তমান সময়ের না। কারণ করোনা অবহে এখন সবারই বাড়ি থেকে বের হওয়া বারণ। সবার এখন বাড়িতে থাকাই শ্রেয়। তাই অভিনেত্রীর এই ছবি গুলো অভিনেত্রীর আগের তোলা। অভিনেত্রীর এই ছবি দেখে মুগ্ধ তার অনুরাগীরা। ছবি জুড়ে কমেন্ট এর বন্যা। সকলে প্রশংসায় পঞ্চ মুখ অভিনেত্রীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম