fbpx
Friday, July 30, 2021
Homeমালদামালদায় মমতার সভায় থাকছেন না মৌসুম নূর

মালদায় মমতার সভায় থাকছেন না মৌসুম নূর

করোনা আবার নতুন রূপে মানুষের সহজ সরল জীবনের পথে বাধা বাধা হয়ে দাড়িয়েছে । একের পর এক মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে । একুশের বিধানসভা নির্বাচনের কাজ ও করোনা র বাড়বাড়ন্ত এর কারণে সুষ্ঠ ভাবে সম্পন্ন হতে পারছে না । ভোটের আগেই করোনা য় প্রাণ হারাল মুর্শিদাবাদের সমসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী মন্টু বিশ্বাস এবং জঙ্গিপুরের আর এস পি প্রার্থী প্রদীপ নন্দী ।

 

 

 

সেই জন্যই পিছিয়ে গেলো ওই দুই অঞ্চলের ভোট গ্রহণ । ভোট শুরু হওয়া র প্রথম দিন থেকেই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পার্টির প্রচার শুরু হয়ে গেছে । সেইরকমই মালদায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ও বেশ কয়েকটি সভা রয়েছে । যেহেতু করোনা আর প্রকোপ দিন দিন বেড়ে চলেছে তাই যেকোনো সভা হওয়ার ৭২ ঘণ্টা আগে সভায় যারা যারা উপস্থিতি থাকবেন তাদের করোনা টেস্ট করা হচ্ছে । মুখ্যমন্ত্রীর এই সভাগুলির আগেও সকলের করোনা টেস্ট করা হয় । এদের মধ্যে মালদহ জেলার তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসুমী নুর ও জেলার কোর্ডিনটর দুলাল সরকার এর টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে ।

 

 

 

তাদের হোম কয়ারেন্টেনে রাখা হয়েছে । ফলে তারা মুখ্যমন্ত্রীর সভার অংশ হতে পারবেন না । শুধু এরা নয় এদের সাথে সাথে আরো বিভিন্ন এলাকার প্রার্থী ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে । মালদার সভানেত্রী মৌসুমী নুর এবং কোর্ডিনেটর দুলাল সরকারের অনুপস্থিতিতে সভায় উপস্থিত অন্যান ব্যাক্তিরা খুবই দুঃখিত । তারা সকলেই তাদের দ্রুত সুস্থ হয়ে ওঠার আশা য় রয়েছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম