fbpx
Friday, July 30, 2021
Homeঅন্যান্যমাত্র ১ টাকা দিলেই মিলবে পেটপুরে খাওয়ার! জেনে নিন বিস্তারিত

মাত্র ১ টাকা দিলেই মিলবে পেটপুরে খাওয়ার! জেনে নিন বিস্তারিত

দেশজুড়ে করোনা ভাইরাস এর ভয়াবহ প্রকোপ। করোনার জেরে অনেকদিন ছিল লক ডাউন। লক ডাউন এর জেরে বহু মানুষের কোনো কাজ ছিল না। অনেক কোম্পানিতেই কর্মী ছাটাই এর ফলে অনেকেই হয়েছিল কর্মহীন। এই পরিস্থিতিতে বহু মানুষের দুবেলা খাবার জোগাড় করতে হয়েছিল হিমশিম অবস্থা। এই কঠিন পরিস্থিতিতে অন্নহারা মানুষের মুখে অন্ন তুলে দিতে এগিয়ে এসেছিলো বহু সংস্থা। এই পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা অন্নহারা মানুষের জন্য বিনামূল্যে ও সামান্য অর্থে খাবার এর ব্যবস্থা করেছিল। এইভাবে আবারও সাহায্যর হাত বাড়িয়ে দিলেন দিল্লির শিব মন্দির এলাকার একটি দোকান। ওই দোকানে মাত্র ১ টাকায় পাওয়া যাচ্ছে দুপুরের খাবার। মাত্র ১ টাকায় একদম পেট ভর্তি খাবার পেতে পারেন আপনি।

লক ডাউন এর পরিস্থিতিতে অন্নহারা মানুষের মুখে অন্ন তুলে দেবার জন্যই এই দোকানের এই অভিনব উদ্যোগ। ওই দোকানের নাম শ্যাম রসই। অন্নহারা মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন ওই দোকানের মালিক প্রবীণ কুমার। ওই দোকানের মালিক মাত্র ১ টাকার বিনিময়ে দিচ্ছে দুপুরের পেট ভর্তি খাবার। আর ওই দুপুরের খাবারের মেনুতে থাকে বিভিন্ন রকমের পদ। যেমন ভাত , লুচি , পনির , হালুয়া , সোয়াবিনসহ নানা রকমের পদ। দুপুরের খাবার এর সময় সকাল ১১ টা থেকে ১ টা পযন্ত।

দোকানের মালিক জানালেন ওই দুপুরের খাবার প্রথমে তারা ১০ টাকার বিনিময়ে দিতেন। কিন্তু মানুষের পরিস্থিতি এতটাই খারাপ যে ১০ টাকা দিয়েও খেতে মানুষের অসুবিধা হচ্ছিলো যার ফলে তার ১০ টাকার পরিবর্তে তারা পেট ভর্তি খাবারের মূল্য নির্ধারিত করলেন মাত্র ১ টাকা।

ওই দোকানে মোট ৬ জন স্টাফ কাজ করে। দোকানে প্রতিদিন প্রায় ২০০0 মানুষের খাবার তৈরী করা হয়। এরমধ্যে ১০00 জন মানুষ দোকানে এসে খেয়ে যায় আর ১0০0 জন এর খাবার পার্সেল করে তারা পাঠিয়ে দেন। দোকানের মালিক জানালেন তাকে এই কাজে অনেকেই আর্থিকভাবে সাহায্য করে। আর তিনি তাদের সকলকেই ধন্যবাদ জানিয়েছেন। দোকানের মালিক বললেন তারা এই কঠিন পরিস্থিতিতে অন্নহারা মানুষের পাশে দাঁড়াতে পেরে ভীষণ আনন্দিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম