Home ভাইরাল খবর জামাই'কে খুশি করতে ১২৫ রকম খাবার বানালেন শাশুড়ি, খাবার দেখে বেহুশ জামাই

জামাই’কে খুশি করতে ১২৫ রকম খাবার বানালেন শাশুড়ি, খাবার দেখে বেহুশ জামাই

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক জামাইয়ের সামনে সাজানো ১২৫ পদের সারি সারি সুস্বাদু খাবার, এবং তাতে একেবারে কবজি ডোবাচ্ছেন জামাই বাবা।

সূত্রে জানা গেছে, অন্ধ্রপ্রদেশের ভিমাবরম অঞ্চলে মকর সংক্রান্তি উপলক্ষে জামাইয়ের জন্য ১২৫ রকম খাবার বানিয়ে পরিবেশন করেছেন এক শাশুড়ি।

আর সেই ভিডিও ট্যুইটারে আসতেই, ভাইরাল হয়ে গেছে সঙ্গে সঙ্গেই। নেটিজেনরা দারুণ খুশি শাশুড়ির এই ধরণের জামাই আদর দেখে ৷ অনেকে মন্তব্য করেছেন, শাশুড়ি এরকমই হওয়া চাই !

অবশেষে এতগুলো খাবার দেখে জামাই-এর হুশ হাড়িয়ে যায়। কোন খাবার আগে খাবে সেই নিয়ে চিন্তায় পড়ে যায় জামাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম