সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানা প্রান্তের নানা দুর্ঘটনার সাক্ষী হয়ে থাকেন নেট জনতা। নানা হতবাক হওয়া ভয়াবহ ঘটনার সাক্ষী হয়ে থাকেন নেট জনতা। সম্প্রীতি নেদারল্যান্ড এ এইরকম এর এক দুর্ঘটনা সকলকে হতবাক করে দিলো। দুর্ঘটনাটি নেদারল্যান্ড এর রটারড্যাম শহরে।
একটি মেট্রো শেষ স্টেশনে না থেমে প্রচন্ড গতিতে ধাক্কা মেরে স্টেশনের পাঁচিল ভেঙে স্টেশনের বাইরে চলে যায়। তবে ট্রেন এর সকলের প্রাণ বেঁচে গেলো সম্পূর্ণ ভাগ্যের জোরে। খুব একটা বড়ো ক্ষয়ক্ষতি হয় নি। পাঁচিল ভেঙে বেরিয়ে গেলেও ট্রেনটি বাইরে বেরিয়ে শূন্য বসেছিল। ট্রেনটি যখন বাইরে বেরিয়ে আসে তখন তিমির লেজে ট্রেনটি আটকে যায় যার ফলে ট্রেনটি নিচে পরে যায় না।
তিমির লেজ এর জন্যই ট্রেনটি বেঁচে যায়। জানা গেছে , ২০ বছর আগে মেট্রোর কাছে একটি পার্কে একটি তিমির মূর্তি বানানো হয়েছে। আর ওই মূর্তির বৈশিষ্ট দুটি বড়ো বড়ো লেজ। আর ওই লেজের জন্যই বেঁচে গেল ট্রেন এর ড্রাইভার এর প্রাণ।
খবরের সূত্রে , ট্রেনটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারানো ছিল। যার জন্য ট্রেনটি শেষ এর স্টেশনে এসে না থেকে সজোরে ধাক্কা মেরে পাঁচিল ভেঙে বাইরে বেরিয়ে যায়। কিন্তু তারপর ট্রেনটির ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিল একটি তিমির মূর্তির লেজ। ওই তিমির লেজে আটকে যায় ট্রেনটি। ঘটনাটি দেখে সকলেই হতবাক। মুহূর্তে ভাইরাল সেই ঘটনার দৃশ্য।