মালদা,নিজস্ব সংবাদদাতাঃ মানিকচক ব্লকের উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতে ব্যাপক উত্তেজনা ছড়ায় পরিযায়ী শ্রমিকদের মধ্যে কুপন না পাওয়ায়।তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ও প্রধানের স্বামী পরিযায়ী শ্রমিকদের হাতে আক্রান্ত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন ভুতনি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে। আক্রান্ত উপপ্রধান ও প্রধানের স্বামী বর্তামানে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা যায়, পরিযায়ী শ্রমিরা আজ দুপুরে কুপুনের দাবীতে পঞ্চায়েত চত্বরে বিক্ষোভ দেখায়। বেসামাল হয়ে যায় সেখানের পরিস্থিতি। সেখানকার শ্রমিকেরা গ্রাম পঞ্চায়েত প্রধান বিউটি বিবির স্বামী আতাউর রহমানকে বেধড়ক মারধর করে। পরিযায়ী শ্রমিকরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সমমন্ডলকেও ধরে ব্যাপক মারধর করেন।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে ইলেকট্রিক দোকান থেকে চুরির ঘটনায় গ্রেফতার ১
উপপ্রধান সমর মন্ডল অভিযোগ জানান যে পরিকল্পিত ভাবেই নাকি আক্রমণ করা হয়েছে এবং কংগ্রেস বিরোধী দলনেতা রুখসানা পারভীনের স্বামীর কামাল হোসেন পরিযায়ী শ্রমিকদের লেলিয়ে দিয়ে গন্ডগোলের সৃষ্টি করেছেন। এই ঘটনার পিছনে আছেন কামাল হোসেন ও তার দলবল।
উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত চত্বরে বর্তমান পরিস্থিতি একদম থমথমে।ভুতনি থানা বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে।