Home বিনোদন বিয়ের জন্য প্রস্তুত হচ্ছেন মিকা, চাইলেন আশীর্বাদ

বিয়ের জন্য প্রস্তুত হচ্ছেন মিকা, চাইলেন আশীর্বাদ

শিল্পী জগতের একজন বিখ্যাত গায়ক মিকা সিং। তার সুরেলা কণ্ঠস্বর দ্বারা অনায়াসেই তিনি জায়গা করে নিয়েছে তার শ্রোতাদের মনে। বর্তমানে তিনি জি বাংলা চ্যানেল এর সা রে গা মা পা রিয়েলিটি শো এর একজন মাননীয় বিচারক। জি বাংলায় প্রতি শনি ও রবিবার তাকে বিচারক এর আসনে বসতে দেখা যায়। তবে মিকা সিং এর ব্যক্তিগত জীবন বিতর্কে ভরপুর। তিনি তার ব্যক্তিগত জীবনের নানা রকমের কান্ড কারখানার জন্য প্রায় উঠে এসেছিলেন খবরের শিরোনাম এ। বরাবরই তার জীবন নানা বিতর্কে ভরা।

 

 

সম্প্রীতি মিকা সিং ও আকাঙ্খা পুরিকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন উঠেছিল। সোশ্যাল মিডিয়ায় করা একটি ভিডিও পোস্ট দেখে গুঞ্জন উঠেছিল মিকা সিং ও আকাঙ্খা পুরির কি আশীর্বাদ হতে চলছেন ? তারা কি বিয়ে করতে চলেছেন ? সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় আকাঙ্খা পুরি মিকা সিং এর সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিও পোস্ট করেছেন আকাঙ্খা পুরি মিকা সিং নয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে মিকা সিং এর পাশে হাসি মুখে বসে রয়েছেন আকাঙ্খা পুরি। আর ভিডিওটির ক্যাপশন দিয়েছেন “আশীর্বাদ প্রয়োজন “। এই ভিডিও থেকেই শুরু হয়েছে এই গুঞ্জন। এই গুঞ্জন এর জন্য আকাঙ্খা জানান আসল ঘটনার কথা। আসলে ব্যাপারটা হল মিকা ভবিষ্যত শুভ হওয়ার জন্য , সুস্বাস্থ্যর জন্য নিজের বাড়িতে একটি পুজোর আয়োজন করে। পুজোতে আশীর্বাদ চেয়ে তিনি এই ভিডিওটি পোস্ট করেন।

 

আর সকলে নিজেদের মতো মনগড়া কাহিনী তৈরী করে নিয়েছে। আকাঙ্খা আরও বলেন যে তারা বহুদিন এর বন্ধু। তারা একে অপরের খুবই ভালো বন্ধু। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। তারা দুজনে দুজনকে প্রায় ১২ বছর ধরে চেনে। মিকা তার কাছে পরিবারের একজনই। কিন্তু আশীর্বাদ ও এনগেজমেন্ট এইরকম কোনো পরিকল্পনা তাদের মধ্যে নেই। যদিও এই ভিডিও নিয়ে ওঠা নানা প্রশ্নের উত্তরে বা এই বিষয় নিয়ে কোনো কথাই বলেননি মিকা সিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম