Home বিনোদন প্রকাশ্যে এলো মিমির মনের মানুষ

প্রকাশ্যে এলো মিমির মনের মানুষ

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে মিমি চক্রবর্তী র নতুন ক্রাশ , যার কথা সদ্যই প্রকাশ্যে এনেছেন তিনি । এটা প্রথম নয় , এর আগেও বহু অভিনেত্রী প্রকাশ্যে এনেছেন তাদের ভালোবাসার বা ভালোলাগার মানুষের নাম । যদিও মিমি চক্রবর্তী তার ব্যাক্তিগত জীবন প্রকাশ্যে আনতে খুব একটা আগ্রহী নন , তাও যে তিনি তার মনের মানুষের নাম তার অনুরাগীদের সামনে তুলে ধরেছেন এটাতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় । এমনিতে বহু মানুষেরই ক্রাশ সুন্দরী মিমি চক্রবর্তী । কিন্তু এবার কথা তার ক্রাশকে নিয়ে। মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইনস্টাগ্রাম এ খুবই সক্রিয় । অনুরাগীদের তিনি কখনোই নিরাশ করেন না । তাদের সব প্রশ্নের উত্তর দিতে তিনি যথাসাধ্য চেষ্টা করেন । রাজ চক্রবর্তী র পর তার সাথে তুরস্কের লাইন প্রোডিউসার মিলি গুলহানের সম্পর্ক রয়েছে বলে শোনা গেলেও সে বিষয়ে কখনো তিনি কোনো মন্তব্য করেননি ।

 

সম্প্রতি ইনস্টাগ্রামের এক ভক্ত তার কাছে তার ক্রাশ এর নাম জানতে চাইলে তিনি তিনটি ছবি পোস্ট করেন , সেই ছবিটি ছিল জনপ্রিয় হলিউড অভিনেতা হেনরি কাভিল । এই জনপ্রিয় অভিনেতা হলিউডের ও বহু অভিনেত্রীদের পছন্দের মানুষ , সাথে সাথে তিনি টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী র ও মনে প্রভাব ফেলেছেন । বহুদিন ধরেই এই হলিউড অভিনেতা তার অসাধারণ অভিনয় এর মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করে চলেছে । মিমি চক্রবর্তী র হেনরি কাভিলকে খুবই ভালো লাগে এমনটাই বলেছেন তিনি তার ইনস্টাগ্রামের পোস্ট এ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম