fbpx
Friday, July 23, 2021
Homeনতুন খবরধর্ষণ মামলায় মুখ খুললেন মিঠুনের পুত্রবধূ মাদালসা!

ধর্ষণ মামলায় মুখ খুললেন মিঠুনের পুত্রবধূ মাদালসা!

অভিনয় জগতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোর বিরুদ্ধে উঠে এসেছে নানা অভিযোগ। মিমো আইনে জড়িয়ে পড়েছে। অভিযোগ দায়ের হয় মুম্বাই এর ওসিওয়ারা থানায়। ১৫ অক্টোবর মুম্বাই এর ওসিওয়ারা থানায় মিঠুন পুত্র মিমোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক তরুণী।

মিমোর বিরুদ্ধে এসেছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস , গর্ভপাত , ভয় দেখানো , প্রতারণাসহ নানা রকমের অভিযোগ উঠে এলো। এক তরুণী মিমোর বিরুদ্ধে তার মুখ খুলেছেন। তিনি মিমোর বিরুদ্ধে অভিযোগ এর আঙ্গুল তুলেছেন। তিনি বললেন তিনি মিমোর সাথে ২০১৫ সাল থেকে সম্পর্কে জড়িয়ে ছিলেন। মিমো তাকে জলের সাথে মাদক দ্রব্যে মিশিয়ে তাকে খাইয়েছেন। এবং তাকে নেশাগ্রস্থ করে মিমো তার শারীরিক শোষণ করেছেন।

শারীরিক শোষণ এর সাথে সাথে ওই তরুণী নির্যাতন এর অভিযোগও তুলেছেন।তাকে না জানিয়েই মিমো তার সাথে সম্পূর্ণভাবে শারীরিক সম্পর্ক করেছেন। ওই তরুণী বললেন তিনি গর্ভবতী হয়েছিলেন কিন্তু মিমো তাকে গর্ভপাত করানোর জন্য নানা ধরণের ওষুধ খাইয়েছেন। মিমো তাকে চার বছর থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু তাকে বিয়ে করেননি। এমনকি মিমোর মা ওই তরুণীকে রীতিমতো ভয় দেখিয়েছিলেন এইসব ব্যাপার এ মুখ বন্ধ করে থাকার জন্য।

২০১৮ সালে মিমোর সাথে বিয়ে হয়েছে মাদালসা শর্মার। যদিও ওই তরুণী বলেন মিমোর বিয়ের সময় তিনি অভিযোগ দায়ের করতে গেছিলেন কিন্তু কিন্তু পুলিশ তার অভিযোগ নিতে স্পষ্ট মানা করে দেন। কিন্তু ওই তরুণী দমবার মতো নয়। কোনো কিছুতেই তিনি থেমে থাকেননি। কোনো ভয় এই তিনি পিছিয়ে পড়েননি। তরুণী তাতে থেমে থাকেন নি তিনি দিল্লীর রোহিনী আদালতে একটি মামলা করেন। এফআইআর দায়ের এর আবেদন জানান ওই তরুণী। প্রাথমিক প্রমান এর ভিত্তিতে আদালত এফআইআর করার নির্দেশ দিয়েছেন। কিন্ত এই অভিযোগ এর বিরুদ্ধে মুখ খুললেন মিমোর স্ত্রী মাদালসা। তিনি বললেন , এই অভিযোগ একদম সত্যি নয়। এগুলো অনেক পুরোনো কথা। এগুলো নিয়ে আলোচনা করা এখন বন্ধ হোক। তিন বছর আগে এগুলো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম