শনিবার জিম করতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সৌরভ। এরপরই তাঁকে ভর্তি করা হয় উডল্যান্ড হাসপাতালে। তাঁর মাইনর হার্ট অ্যাটাক হয়েছে বলেই জানান চিকিৎসকরা।
পরিবার সূত্রে খবর, জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। এরপরই ব্ল্যাকআউট হয়ে যান তিনি। বুক এবং পিঠে ব্যথা করছিল তাঁর। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে আসা হলে এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়।
এই ঘটনায় দেশের বিভিন্ন সেলেব্রিটিরা দাদার দ্রুত সুস্থতার কামনা করেন। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে হাসপাতালে গিয়ে দেখা করে আসেন।
আজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোনও সাহায্যেরপ্রয়োজন আছে কিনা, তা জানতে চান প্রধানমন্ত্রী।