fbpx
Friday, July 30, 2021
Homeঅন্যান্যমোদি ম্যাজিক! জালিয়াতি রুখতে এবার প্রতি ৬ মাসে করতে হবে সিম কার্ড...

মোদি ম্যাজিক! জালিয়াতি রুখতে এবার প্রতি ৬ মাসে করতে হবে সিম কার্ড ভেরিফিকেশন

দৈনিক ডেস্ক,২২জুলাইঃ সম্প্রতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে অনলাইন জালিয়াতি। আমাদের দেশ যেমন নিত্য দিন ডিজিটাল লেনদেনের পথে অগ্রসর হচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জালিয়াতির ঘটনা। তাই এই অনলাইন জালিয়াতি ঠেকাতে সিম কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে কঠিন ব্যবস্থা নিলো মোদী সরকার।

সিম কার্ড জালিয়াতি যাতে না হয় টেলি যোগাযোগ বিভাগের ক্রেতা ও সংস্থা গুলির গ্রাহক যাচাই করা নিয়ে কড়া পদক্ষেপ নিল মোদী সরকার। নতুন সিম কার্ড নিতে হলে দিতে হবে আইডেন্টিটি প্রুফ এবং তার সাথে ছয় মাস অন্তর করতে হবে আবার ভেরিফিকেশন। সিম কার্ড জালিয়াতি দিনকে দিন বৃদ্ধিজনিত কারণেই এই পদক্ষেপ নিতে বাধ্য সরকার।

কর্পোরেট বিষয়ক মন্ত্রক প্রতিটি কোম্পানির রেজিস্ট্রেশন যাচাই করবে। প্রতিটি সিম ব্যবহারকারী এমপ্লয়ি কে ৩ মাসের মধ্যে দিতে হবে তথ্য। কিছুদিন আগে টেলি যোগাযোগ বিভাগ গ্রাহকদের ভেরিফিকেশন জরিমানার বিধি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। এখন কোনো ছোট্ট ভুলের জন্য কোম্পানির আর এক লাখ টাকা জরিমানা দিতে হবে না।

এর মধ্যে জানা যায়, বর্তমানে ভারতে স্মার্ট ফোনের বিপুল পরিমাণ চাহিদা থাকায় ভারত সরকার দেশে নতুন নম্বর নিয়ে আসতে পারে। সম্ভবত এই নাম্বার টা ১০ সংখ্যার পরিবর্তে অন্য ১১ সংখ্যার হয়ে থাকবে।

যারা আগে থেকেই এই দশ সংখ্যার নম্বর ব্যবহার করে আসছেন সেগুলোর ক্ষেত্রে সামনে শূন্য যোগ হতে পারে বলে মনে করা হচ্ছে। ল্যান্ড ফোন থেকে মোবাইলে ফোন করতে হলে নম্বরের শুরুতে শূন্য যোগ করতে হবে।

প্রসঙ্গত, ন্যাশনাল নাম্বারিং প্ল্যানের সংখ্যা শেষ হতে চলেছে ১৭ বছর পর। ভারতে তৈরি হতে পারে ১০ বিলিয়ন নতুন সিম কার্ড নম্বর। এবং যেসব সিম কার্ড ডংগল এ ব্যবহার করা হবে, সেই নম্বর গুলো হতে পারে ১৩ সংখ্যার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম