fbpx
Thursday, July 29, 2021
Homeরাজনীতিটুইটারে মোদী ঝড় অব্যাহত,৬ কোটি ফলোয়ারে নমোর নতুন মাইলস্টোন!

টুইটারে মোদী ঝড় অব্যাহত,৬ কোটি ফলোয়ারে নমোর নতুন মাইলস্টোন!

দৈনিক ডেস্ক:-একাধিকবার সমালোচনার মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তবে তাতে করে তার সোসাল মিডিয়াতে সমর্থকদের ভীড় কমেনি বেড়েছে জনপ্রিয়তাও।করোনা কালের গত ৭ মাসেও প্রধানমন্ত্রীর প্রত্যেকটি সিদ্ধান্তকে যে দেশবাসী সাধুবাদ জানিয়েছে তাতে কোনো সন্দেহ নেই।গত ৭মাসে প্রায় ১কোটি টুইটারে ফলোয়ার হয়েছে প্রধানমন্ত্রীর।

টুইটারে বর্তমানে নরেন্দ্র মোদীর ফলোয়ার সংখ্যা ৬ কোটি।গত কয়েকমাস আগে মোদীর ফলোয়ার সংখ্যা ছিল ৫কোটি। এখন ফলোয়ার সংখ্যার নিরিখে আমেরিকার প্রেসিডেন্টের পরেই তার স্থান,সম্ভবত ৩য় স্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।সোসাল মিডিয়াতে সক্রিয় প্রধানমন্ত্রী, তার নেওয়া যে কোনো সিদ্ধান্ত থেকে শুরু করে, দলীয় কর্মসূচী এমনকি দেশের মানুষকে বার্তা দিতেও তিনি সোসাল মিডিয়ার টুইটার ব্যাবহার করেন।

২০১৪ সালে প্রধানমন্ত্রী হবার পরেই ফলোয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।গত রবিবারেই প্রায় ৬০ মিলিয়ন ছাড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম