fbpx
Thursday, July 29, 2021
Homeভাইরাল খবরএকাধিক পুরুষ সকলেই খেলেছে শরীর ছুঁতে চেয়ে, বললেন ববিতা ভাবী

একাধিক পুরুষ সকলেই খেলেছে শরীর ছুঁতে চেয়ে, বললেন ববিতা ভাবী

আজকাল প্রায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় মেয়েরা শারীরিক হেনস্থার শিকার হচ্ছে । আর সেই সব কাহিনী ফুটে উঠছে ইনস্টাগ্রাম , ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার পেজে । সম্প্রতি এমনি একটি ঘটনায় #me too- এর সাথে নিজের জীবনের কিছু অসস্তিকর পরিস্থিতির কথা তুলে ধরলেন টলিউড অভিনেত্রী মুনমুন দত্ত । অপরূপ সৌন্দর্যের অধিকারী মুনমুন দত্তকে আপনারা টলিউডের বিখ্যাত ধারাবাহিক ‘ তারক মেহেতাকা উল্টা চশমা ‘ তে দেখে থাকবেন ।

 

 

এটাই প্রথম নয় , এর আগেও টলিউড থেকে বলিউডের বহু তারকারা #me too- এর সাথে তাদের জীবনের ও কিছু অসস্তিকর কাহিনী তুলে ধরেছিল । এবার মুনমুন দত্ত তার জীবনের যৌণ শোষণের কাহিনী তুলে ধরলেন । একবার দুবার নয় বারবার তার শরীরে হাত দেওয়া হয়েছিল । কখনও তার তুতো ভাই , যাকে সে ছোট থেকেও দাদার মতো ভালবাসত সে , আবার কখনো তার পড়ার পাশের বাড়ির কাকু , যাকে তিনি ছোট থেকে বাবার মতই শ্রদ্ধা করতো । এখানেই শেষ নয় , পড়াশুনোর জগৎ ও তার শরীর কে বাদ রাখেনি । টিউশনের শিক্ষক কিশোরী বয়সে তার অন্তরঙ্গ স্পর্শ করেছিল ।

 

পুরুষতান্ত্রিক সমাজে ঘরে বাইরে এই সব অসস্তিকর পরিস্থিতির মধ্য দিয়েই তার অতীত অতিবাহিত হয়েছে । এইসব কথা সে কখনো ত বাবা মায়ের সাথে ও আগে শেয়ার করতে পারেনি । এই প্রথমবার #me too – তে করুন অতীতের ব্যাখ্যা করলেন মুনমুন দত্ত ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম