fbpx
Friday, July 23, 2021
Homeবিনোদনছেলের বৌ'এর হচ্ছেনা সন্তান, অবশেষে নিজেই গর্ভবতী হলেন শাশুড়ি

ছেলের বৌ’এর হচ্ছেনা সন্তান, অবশেষে নিজেই গর্ভবতী হলেন শাশুড়ি

খুব শিগ্রই একটি সিরিয়াল শুরু হতে চলেছে। আগামী মাসে একটি সিরিয়াল আসছে একটি সর্বভারতীয় চ্যানেল এ এই সিরিয়াল এ দেখা যাবে শাশুড়ি গর্ভবতী হয়েছেন আর সেই গর্ভবতী শাশুড়িকে দেখাশোনা করছেন তার পুত্রবধূ। সিরিয়ালটির নাম হল “হামারি ওয়ালি গুড নিউজ”।

পুত্রবধূর সন্তান হচ্ছিলো না আর সেই কারণে অনেকেই সেই পুত্রবধূকে নানা রকমের কথা শোনাচ্ছিল তাই শাশুড়ি সিদ্ধান্ত নিলেন যে তিনিই গর্ভবতী হলেন। বৌমার সন্মান রক্ষার জন্য এবং বৌমার বিরুদ্ধে ওঠা নানা প্রশ্নের সম্মুখীন হতে তিনি নিজেই গর্ভবতী হলেন। চ্যানেল এই সিরিয়াল এর সমন্ধে বলেন যে , তারা এই সিরিয়াল এর মাধ্যমে একটি নতুন ধারার সূচনা করতে চাইলেন।

এই সিরিয়াল এ দেখা যাবে শাশুড়ি ও পুত্রবধূর একে ওপরের প্রতি ভালোবাসা ও সন্মান। যেখানে থাকবে না শাশুড়ি বৌমার কোনো ঝগড়াঝাটি ও অশান্তি। বৌমা নব্যার পরিবর্তে ও শাশুড়ি রেণুকা সুসংবাদ জানালেন। অভিনেত্রী জুহি পরমা অভিনয় করছেন শাশুড়ি রেণুকার চরিত্রে।

অভিনেত্রী সৃষ্টি জৈন নব্যার ভূমিকায় অভিনয় করছেন। আগ্রার পটভূমির ওপর ভিত্তি করে এই সিরিয়াল এ দেখানো হবে তিওয়ারি পরিবারের গল্প। ছেলের বিয়ের পর ছেলের বৌ এর থেকে সকলেই সুসংবাদ আশা করছিলো কিন্তু বৌমা যখন সুসংবাদ দিচ্ছিলো না তখন সকলেই বৌমাকে নানা রকমের প্রশ্ন করছিলো এবং বৌমাকে নানা রকমের কথা শোনাচ্ছিল এই দেখে শাশুড়ি সিদ্ধান্ত নিলেন তিনি গর্ভবতী হবেন।

শাশুড়ি তার স্বামীর সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন এবং লোক নিন্দার কথা না ভেবে নিজের বয়সের কথাও না ভেবে তিনি নিজেই গর্ভবতী হওয়ার সিদ্ধান্ত নিলেন। অভিনেত্রী জুহি বলেন যে তিনি এই রেণুকার অভিনয় এ ভীষণ আশাবাদী। এই চরিত্রের অভিনয় তার কাছে একটা চ্যালেঞ্জ এর।

বৌমা যখন সুসংবাদ দিচ্ছিলেন না তখন শাশুড়ি নিজেই শশুরের সাথে আলোচনা করে এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিলেন। তিনি নিজেই গর্ভবতী হলেন। এমন একটা বিষয় দক্ষতার সাথে দর্শকের সামনে ফুটিয়ে তোলা সত্যিই চ্যালেঞ্জ এর বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম