বিয়েতে জামাইকে শশুরবাড়ি থেকে নানা রকমের জিনিস উপহার স্বরূপ দেন এটা খুব স্বাভাবিক। বিয়েতে সাধারণত এমন কিছু জিনিস দিতে দেখা যায় যেগুলো জামাই এই ব্যবহার এর এবং প্রয়োজনের। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে জামাইকে শ্বাশুড়ি এক অদ্ভুত উপহার দিচ্ছেন।
পাকিস্তানে এর একটি ঘটনা দেখা যাচ্ছে জামাইকে বিয়েতে তার শ্বাশুড়ি উপহার স্বরূপ এমন একটি জিনিস দিয়েছেন যা দেখে রীতিমতো অবাক নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে জামাই এর হাতে উপহার হিসেবে শাশুড়ি তুলে দিচ্ছেন একে ৪৭ রাইফেল। আর জামাই শ্বাশুড়ি মায়ের সেই উপহার হাসতে হাসতে গ্রহণ করছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে বিয়েতে জামাইকে উপহার স্বরূপ হাতে তুলে দিচ্ছেন একে ৪৭ রাইফেল। আর এই উপহার পেয়ে খুশি জামাই। শ্বাশুড়িও রীতিমতো হাসছেন। সেই সঙ্গে হাসছেন মেয়েও। এছাড়া সেখানে উপস্থিত সকলেই এই উপহার দেখে উচ্ছাসিত। মোট কথা বিয়ের অনুষ্ঠানে এই রকমের উপহার দেখে কেউ এক টুকু অবাক হয় নি। বরং সবাই রীতিমতো খুশি।
এই ঘটনা দেখে নেট জনতা রীতিমতো বুঝতে পারছেন যে পাকিস্তান এর মতো জঙ্গি দেশে রাইফেল উপহার দেওয়া যেন সাধারণ ব্যাপার। তাই তো জামাই এর হাতে রাইফেল তুলে দেওয়ার সময় সেখানে উপস্থিত সকলেই উল্লাসিত। ভিডিওটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই রকমের ভয়ঙ্কর উপহার দেখে কেউ অবাক হয় নি। যদিও এই ভাইরাল হওয়া ভিডিওটি পাকিস্তানের ঠিক কোন এলাকার ঘটনা সেটা স্পষ্ট জানা যায় নি। এবং ভিডিওটি ঠিক কবেকার সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। কিন্তু সোশ্যাল ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে।
ایسی ساسیں ہونی چاہیے۔۔۔۔ ہمارے جذبات پر بھی غور کیا جاۓ۔۔۔۔۔۔ pic.twitter.com/huSMjH9UGH
— Syed Ikhteyaar (@HussainIkhteyar) November 25, 2020