fbpx
Thursday, July 29, 2021
Homeরাজ্যমা মোবাইল ফোনে কথায় মগ্ন ,এইদিকে ক্যানেলের জলে তলিয়ে গেল শিশু!

মা মোবাইল ফোনে কথায় মগ্ন ,এইদিকে ক্যানেলের জলে তলিয়ে গেল শিশু!

মাত্র ৪বছরের শিশু মা যখন ফোনে ব্যস্ত ছিলেন সেই সময়ে ক্যানেলের জলে তলিয়ে যায় সেই শিশু।বুধবার সকালে ঘুম থেকে উঠে মায়ের সাথে ৪বছরের বিশ্বজিৎ বাইরে বের হয় এর পরেই মা ফোনে ব্যস্ত হয়ে পরেন, কিন্তু সেই সময় কখন ছোট্ট শিশুটি দাঁত মাজতে মাজতে ক্যানেলের জলের সামনে চলে যায় সেই বিষয়ে তার মা কিছুই জানতে পারেনি।

বর্তমানে দুর্গাপুর ব্যারেজের খাল জলমগ্ন হয়ে রয়েছে, বর্তমানে বর্ষার দরুন এই পরিস্থিতি।এর পরেই সেই ছোট শিশুটি মায়ের চোখের আড়াল হয়ে কখন ক্যানেলে পৌছে যায় তার মা ও জানতে পারেনি। এর পরেই ক্যানেলের জলে তলিয়ে যায় শিশুটি।এর পরেই ছেলেকে না দেখতে পেয়ে তার মা দিশেহারা হয়ে যায় এবং সমস্ত লোকজন চিৎকার শুনে সেখানে পৌঁছয়, এর পর ঘটনাস্থলে পুলিশ এসে ওই ক্যানেলটিতে উদ্ধারকার্যে নামে পুলিশ। এর পরেবেলা ১নাগাদ ৪বছরের বিশ্বজিতের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটে,দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকায়।

ছোট শিশুর মৃত্যুর পিছনে তার মা কেই দোষারোপ করছেন পরিবারের সদস্যরা,পরিবারের লোকেরা বলেন,সারাদিন ফোনেই ব্যস্ত থাকতো বিশ্বজিতের মা, তাই ফোনে মগ্ন থাকার দরুন এই ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে।জানা গিয়েছে, মৃত শিশুর বাবা গাড়ির ড্রাইভার, তাই কাজের জন্যে অধিকাংশ সময়েই তিনি বাড়ির বাইরে থাকেন।সত্যিই একটি দুঃখ জনক ঘটনা যেখানে, মায়ের একটু সামান্য ভুলে ৪ বছরের শিশুটিকে দুর্ঘটনার দরুন দুনিয়া ছেড়ে চলে যেতে হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম