করোনা আবহ এর ফলে সাধারণ মানুষের নানা সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। করোনা আবহে কাজ হারিয়ে অনেক মানুষ আজ নিঃস্ব। দুবেলা খাবারও ঠিক মতো জোটেনা তাদের। এই পরিস্থিতিতেও বাসস্থান ও খাদ্যের অভাবে তাদের ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে।
এই রকমের এক দুঃখজনক ঘটনা নেটজগতের চোখে পড়লো। এই ঘটনা দেখা গেল জলপাইগুড়ি জেলার কোতায়ালি থানার প্রতীক্ষালয়ে। এক তিন বছরের পুত্র সন্তান তার জামা খুলে তার মা কে জলপট্টি দিয়ে দিচ্ছে। ওই মা ও ছেলে গতকাল রাত থেকে জলপাইগুড়ি জেলার কোতায়ালি থানার বাইরে রাত কাটাচ্ছেন।
সেই দুঃখী মায়ের নাম রেখা সরকার। এই ঘটনা জানতে পেরে জলপাইগুড়ি পৌরসভা প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জী। তিনি ওই মহিলা ও তার ছেলেকে সাহায্য করেন। তিনি জলপাইগুড়ি জেলার ভবঘুরে দের জন্য যে ভবন আছে সেখানে তাদের থাকার ব্যবস্থা করে দেন এবং সেখানেই তাদের খাবারের ব্যবস্থা করে দেন। এবং ওই মহিলা কে বলেন যে তিনি তার খুশি মতো ওই ভবনে থাকতে পারেন। কারণ তিনি তার সন্তান কে নিয়ে বিভিন্ন প্রতীক্ষালয়ে রাত কাটাচ্ছেন।
লক ডাউন এর পর তার পরিচারিকার কাজ চলে যায়। আর তার স্বামী তাকে ছেড়ে চলে গেছেন। যার ফলে তার সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ছোট্ট ছেলের মুখে খাবার তুলে দিতে তার হচ্ছে সমস্যা। প্রায় সময় থাকছেন অভুক্ত। যার ফলে তিনি ছেলেকে নিয়ে বাসস্থান ও খাদ্যের খোঁজে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। যার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আর তার ওই ছোট্ট সন্তান তাকে জলপট্টি দিয়ে দিচ্ছিলো। এই ঘটনা দেখে ঘটনাস্থলে উপস্থিত সকলেই অবাক হয়ে যান।