Home মালদা মা'কে দেওয়া হচ্ছিল 'তালাক';প্রতিবাদে আক্রান্ত ছেলে সহ ছেলের স্ত্রী!

মা’কে দেওয়া হচ্ছিল ‘তালাক’;প্রতিবাদে আক্রান্ত ছেলে সহ ছেলের স্ত্রী!

মালদা, নিজস্ব প্রতিনিধি: আবারো এক অমানবিক ঘটনার সাক্ষী মালদাবাসী।এইদিন মায়ের তালাকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সেই অসহায় মায়ের ছেলেরা এবং বড়ো ছেলের স্ত্রী। এর পরেই কিছুদিন পর সব বিষয়ে মিমাংসা চেয়ে তাদের কাকার বাড়িতে সালিশি সভা ডাকার কথা বলে ৩ভাই সহ গৃহবধূকে ডেকে পাঠানো হয় এর পরেই তারা ৪জনই আক্রান্ত হয়।মালদা থানার আজমতপুরের এই ঘটনা। ঘটনায় গ্রহবধূর অবস্থা আশঙ্কা জনক।ঘটনায় মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনায় আক্রান্ত অবহেলিত সেই মহিলার তিন ছেলে,সহিদুর শেখ ৩২বছর,অহেদুল শেখ ২৫ বছর,রহিদুল শেখ বয়স ২২ বছর এরা আক্রান্ত হয়েছে, এছাড়াও ২৮বছর বয়সী রুমা বিবি সেই পরিবারের গৃহবধূ যার অবস্থা আশঙ্কাজনক, জানা গিয়েছে, তাকে পেটে লাথি মারা হয়েছিল। তিন ছেলেদের প্ৰাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গৃহবধূকে এখনো মালদা মেডিক্যাল হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।পরিবারের ছোট ছেলে রহিদুল জানায়,তার বাবা আজহার শেখ তার মা রুমি বিবিকে তালাক দেয়, আর এই নিয়েই তাদের পরিবারে র্দীঘদিন ধরেই গন্ডগোল চলে, এর পরে তিন ভাইয়েরা রুখে দাঁড়ালে তাদের অভিযোগ, তাদের কাকাকাইনুল শেখ তার বাড়িতে ডেকে মীমাংসা করবার উদ্দেশ্যে তাদের ডাকে, কিন্তু সেখানে উপস্থিত হতেই লাঠিসোটা নিয়ে তারা ৩ভাই সহ ভাইয়ের স্ত্রীকে মারতে শুরু করে। এর পরেই সকলে গুরুত্বর আহত হন। ইতিমধ্যেই আইনুল শেখ, জনসুর শেখ সহ ৬জনের নামে মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় তদন্তে নেমেছে মালদা পুলিশ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম