fbpx
Sunday, August 1, 2021
Homeআলিপুরদুয়ারআলিপুরদুয়ারে ডেপুটেশন জমা দিতে গিয়ে বাধার মুখে সাংসদ জন বার্লা

আলিপুরদুয়ারে ডেপুটেশন জমা দিতে গিয়ে বাধার মুখে সাংসদ জন বার্লা

আলিপুরদুয়ার, নিজস্ব প্রতিনিধি:-শনিবার আলিপুরদুয়ারে বিজেপির কর্মসূচিতে পৌঁছানোর আগেই মাদারিহাটে কাছেই সাংসদ জন বার্লা সহ বিধায়ক মনোজ টিগ্গাকে আটকে দেয় পুলিশ, এর পরেই বিজেপির সাধারন কর্মীরা ঘটনা স্থলে আসে এবং জাতীয় সড়ক বন্ধ করে বিক্ষোপ দেখাতে শুরু করে।মূলত আলিপুরদুয়ারে বিজেপির অবস্থান বিক্ষোপ কর্মসূচিতে যেতে গিয়েই বাধা প্রাপ্ত হতে হয় কর্মী সহ বিধায়ক ও সাংসদকে।

ঘটনা ক্ষেত্রে সাংসদ জন বার্লা জানান, আমরা আজকে হেমতাবাদের বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে সি বি আই কে সমস্ত দায়িত্ব দেবার দাবীতে আলিপুরদুয়ার যাচ্ছিলাম কিন্তু মাঝ রাস্তায় পুলিশ আমাদের আটকে দেয় এমন কি আমাদের কর্মী সমর্থকদেরও আটকে দেওয়া হয়, কেন বারবার পুলিশ এই রূপ বাধাদান করছে এমনটাই প্রশ্ন সাংসদ জন বার্লার?

তবে বেশকিছুক্ষন পুলিশ এবং বিজেপির কর্মীদের বচসার পর শেষমেশ সাংসদ ও বিধায়ক সহ কর্মীদের গাড়ি ছেড়ে দেওয়া হয়। তবে অনেকেরই অভিযোগ কেন পুলিশ বর্তমান শাসক দলের পক্ষে থেকে বারাবার বিজেপির কর্মী নেতাদের বাধাদান করছে?এই পরিপ্রেক্ষিতেই একজন সাধারণ কর্মী জানান, এর আগেও খাদ্য সামগ্রী পৌছে দিতে গিয়েও আমাদের সাংসদকে বাধা দেয় পুলিশ,যদি গরিব মানুষের সাহায্য করাটাও পাপ হয় তাহলে তো আর কিছুই বলার থাকে না!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম