তৃণমূল নেতার বাড়ি থেকে মিলল ইভিএম-ভিভিপ্যাট, অভিযুক্ত সেক্টর অফিসারকে সাসপেন্ড কমিশনের
হাওড়ার উলুবেড়িয়া উত্তর বিধানসভায় তৃণমূল নেতার বাড়ি থেকে মিলল ইভিএম ও ভিভিপ্যাট। ভোটের সরঞ্জাম পৌঁছে দেওয়ার অভিযোগ সেক্টর অফিসারের বিরুদ্ধে। উলুবেড়িয়া উত্তরের বিজেপি প্রার্থী চিরন বেরার দাবি, গতকাল মাঝরাতে গাঁতাইত পাড়ায় স্থানীয় তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়িতে ইভিএম ও ভিভিপ্যাটের সেট পৌঁছে দেন সেক্টর অফিসার।
পরে ভুল স্বীকার করেন অভিযুক্ত সেক্টর অফিসার। অভিযুক্ত সেক্টর অফিসারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। তৃণমূল নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে।