Home রাজ্য নবমীরদিন পুড়লো রামনবমীর পতাকা

নবমীরদিন পুড়লো রামনবমীর পতাকা

রামনবমী উপলক্ষ্যে দুর্গাপুরের সংখ্যালঘু অধ্যুষিত ১৩ নং ওয়ার্ডের রামনবমীর পতাকা লাগিয়েছিল স্থানীয় বিজেপি সমর্থকেরা। রবিবার মহানবমীর সকালবেলায় সেই পতাকা গুলি অগ্নিদগ্ধ অবস্থায় ছড়িয়ে ছটিয়ে পরে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা।

ঘটনা জানাজানি হবার পর উত্তেজনা সৃষ্টির খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর পুলিশ ও কমব্যাট ফোর্স। পুলিশ আসার পর ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার প্রসঙ্গ তুলে পুলিশ বাহিনী কে ঘিরে বিক্ষোভ দেখায় বাসিন্দারা।বন্ধ করে দেওয়াহয় এলাকার দোকান বাজার ,বিক্ষোভের ফলে অচল হয়েপড়ে স্টিলপার্ক এলাকা।

পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ,চাপা উত্তেজনা থাকায় চালু রয়েছে পুলিশের টহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম