হিমাচল প্রদেশের রোটাংয়ে শনিবার বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল অটল টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই টানেল ব্যবহার করলে মানালি ও লেহ-র মধ্যে দূরত্ব প্রায় ৪৬ কিলোমিটার কমে যাবে। তার ফলে যাতায়াতের সময়ও চার থেকে পাঁচ ঘণ্টা কমে যাবে।
প্রধানমন্ত্রী দপ্তরের তরফে জানানো হয়েছিল, সোলাং ভ্যালি ও লাহুল স্পিতির সিসসুতে অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী। ৯.০২ কিলোমিটার লম্বা এই টানেলের মাধ্যমে মানালি ও লাহুল-স্পিতি ভ্যালির মধ্যে যোগাযোগ তৈরি হচ্ছে।
বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল হল এই অটল টানেল। আগে প্রতি বছর বরফ পড়ার ফলে বছরে প্রায় ছয়মাসই লাহুল-স্পিতি ভ্যালির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু এই টানেল চালু হয়ে গেলে তা আর হবে না।
জানা গিয়েছে, দীর্ঘ ১০ বছর পর অবশেষে সম্পূর্ণ হল মানালি থেকে লেহ সংযোগকারী এই অটল টানেল। সমুদ্রতল থেকে ১০,০০০ ফুট উচ্চতায় এটিই বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল। এই টানেলের চিফ ইঞ্জিনিয়ার কেপি পুরুষোত্তমন জানান, বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)-র কঠোর পরিশ্রমের ফল এবং এটি সবার জন্য গর্বের মুহূর্ত। এই টানেল ‘আত্মনির্ভর ভারত’-এর উদাহরণ। টানেলের ভিতর আগুন লাগার ঘটনা ঘটলে প্রতিরোধ ব্যবস্থা হিসেবে পাঁচটি হাইড্র্যান্ট বসানো আছে।
প্রসঙ্গত, অটল বিহারী বাজপেয়ী সরকার এই টানেল তৈরির সিদ্ধান্ত নিয়েছিল বলে শ্রদ্ধা জানাতে এই টানেলটি তাঁর নামে করার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি