fbpx
Friday, July 30, 2021
Homeরাজ্যঅর্ধেক চালের উপরে আঁকলেন ভারতের জাতীয় পতাকা! দেশজুড়ে নজির কাড়লেন পূর্ব মেদিনীপুরের...

অর্ধেক চালের উপরে আঁকলেন ভারতের জাতীয় পতাকা! দেশজুড়ে নজির কাড়লেন পূর্ব মেদিনীপুরের অমৃতা

সোশ্যাল মিডিয়ায় অনেকের অনেক প্রতিভার পরিচয় রীতিমতো প্রশংসার ঝড় তুলে দেয়। কেউ নাচের প্রতিভা দ্বারা আবার কেউ গানের প্রতিভা দ্বারা আবার কেও নানা রকমের ছবি এঁকে নেটিজেনেদের প্রশংসার অধিকারী হন। ছবি আঁকা একটি বিশেষ প্রতিভা। পড়াশোনার পাশাপাশি অনেকেই ছবি আঁকেন এবং তার ছবি আঁকার প্রতিভা দিয়ে সকলের নজর করেন।

এইবার কাঁথি ১ ব্লকের হইপুর গ্রাম পঞ্চায়েত এর উত্তর খাসদা গ্রামের বাসিন্দা ছবি এঁকে সকলের নজর কেড়ে নিলেন। তার নাম অমৃতা। তিনি কলকাতার বিড়লা একাডেমি আর্ট এন্ড কালচার এর ছাত্রী। তিনি অর্ধেক চালের মধ্যে ভারতের জাতীয় পতাকার ছবি এঁকে সকলের নজর কেড়ে নিলেন। ত্রি রঙের জাতীয় পতাকা এঁকে তার মধ্যে অশোক চক্র কে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন অমৃতা।

তিনি ভারতের বিপ্লবীদের উদ্দেশ্য শ্রদ্ধা জানানোর জন্য এই জাতীয় পতাকার ছবি এঁকেছেন। অমৃতাকে তার এই ছবি আঁকার উদ্দেশ্য জিজ্ঞাসা করলে তিনি বলেন তিনি তার এই ছবির দ্বারা করোনা পরিস্থিতিতে যে সকাল মানুষ দু মুঠো অন্ন এর জন্য ঘুড়ে বেরিয়েছে যারা দু মুঠো অন্নের জন্য কষ্ট পেয়েছেন। যে সকল দুস্থ মানুষ যে সকল গরিব দীনদুঃখী অসহায় মানুষ একটু খাবার এর জন্য মারা গেছেন। তাদের পাশে সকলকে দাঁড়ানোর জন্য তাদের সকলে যাতে সাহায্য করেন এই বার্তা পৌঁছনোর জন্যই তিনি অর্ধেক চালের মধ্যে এই ছবি আঁকালেন।

অমৃতা ছোট থেকেই খুব সুন্দর ছবি আঁকেন। এবার তিনি অর্ধেক চালের মধ্যে ভারতের জাতীয় পতাকার ছবি এঁকে সকলের প্রশংসার অধিকারী হলেন। বৃহস্পতিবার তিনি নিজের বাড়িতে বসে এই ছবি আঁকালেন। তার এই প্রতিভার ছবি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম