নেপালের কমিউনিস্ট সরকার রাজত্বে এসে নেপালের প্রধানমন্ত্রী ওলির নেতৃত্বে রীতিমতো ভারতের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে!সরকারে থাকা কমিউনিস্ট দল প্রতিনিয়তই আজব সব কান্ড ঘটিয়ে চলছে, এর আগেও ভারতের ভূখণ্ডের কিছু অংশকে নিজেদের দেশের মানচিত্রে প্রবেশ করিয়ে নিজেদের বলে দাবি করে।
এছাড়াও এর আগে নেপাল সরকার দাবি করে, আসল অযোধ্যা নেপালে আছে এবং ভগবান রাম একজন নেপালি। এক কথায় নেপাল মাঝে সাঝেই অযৌক্তিক অভিযান চালানোর কাজ করছে।
মনে করা হচ্ছে চিনের কথা মতো নেপাল সেখানেই থেমে না থেকে এবার তাঁরা উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনকেও নিজেদের বলে দাবি করে বসেছে। আর এরজন্য তাঁরা গ্রেটার নেপাল ক্যাম্পেন চালায়। নেপালের ক্ষমতায় থাকা দল সে দেশের নাগরিকদের উসকানি দিয়ে এই ক্যাম্পেনে যুক্ত করছে।
নেপালে বসবাসকারী নেপালিদের মাধ্যমে সেখানকার সরকার গ্রেটার নেপাল ইউটিউব চ্যানেলে আর ট্যুইটারে বিষ উগড়ে দিচ্ছে এমনটাই খবর পাওয়া গিয়েছে।তবে বিভিন্ন সময় নেপাল সরকারের একাধিক ভুল এবং বিবাদ সৃষ্টি কারী ঘটনা নেপাল এর প্রধানমন্ত্রীকেও বেশ চাপে রাখছে।