Dainik Khabor:- এক টুকরো জমিকে কেন্দ্র করে ভারত-নেপালের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে পরে। যদিও বিশেষজ্ঞ মহল মনে করছেন যে এতে চিনের হাত রয়েছে। যেহেতু চিন এনেছিল তাদের কমিউনিস্ট সরকার নেপালে। যেহেতু বর্তমানে ভারত- চিনের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। আর সেই খানে নেপাল কে দিয়ে ভারত কে চাপে ফেলাতে চিনের এই বুদ্ধি। ভারতের সঙ্গে নেপালের মধ্যে বিরোধী সৃষ্টি করা। যদিও নেপাল-ভারতের মধ্যে মূল কারণ দেখানো হয় যে ভারত নাকি নেপালের জমি দখল করে রেখেছে।কিন্তু এর আসল কারণ টি অন্য নজরে দেখছে কূটনৈতিক মহল।
এই সবের মাঝেই এবার ভারতীয় নিউজ চ্যানেলের সম্প্রচারণ বন্ধ করলো নেপালের MSO। একমাত্র দূর দর্শন ছাড়া কোনো ভারতীয় নিউজ চ্যানেলে দেখা যাবেনা সেই দেশে আর।নেপালের MSO দাবি করেন যে ভারতীয় নিউজ চ্যানেলে গুলি তাদের দেশের প্রধানমন্ত্রী কে নিয়ে নানা রকম মন্তব্য করছেন এছাড়াও চিনের সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী কে নিয়ে নানা রকম জল্পনার কথা বলছেন ভারতীয় নিউজ চ্যানেল গুলি, এই সব আলোচনা কে বন্ধ করার জন্যই তাদের এই সিদ্ধান্ত বলে দাবি করছেন তারা।
এই দিকে নেপালের সরকার বাঁচানোর জন্য চিন বার বার বৈঠক করছেন বলেও শোনা যায়।কিছুদিন আগেই নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারীর সঙ্গে গোপনে বৈঠক করেন চিনের রাষ্ট্রীদ্রুত হউ ইয়ানকি।তাই এই সব খবর যাতে নিজেরদের দলের কেউ জানতে না পারে এর জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।