নিউ বিলসংসদে নয়া বিল নিয়ে এলো কেন্দ্র,সরকারি অনুমতি ছাড়াই কর্মী ছাটাই!করোনার জন্যে জীবনযাত্রা থমকে গিয়েছে অনেকেরই এমনকি করোনার কারণে কমছে সাধারণ জনতার আয়ও৷ বেসরকারি সংস্থায় চলছে কর্মী সংকোচন, ছাঁটাই পর্ব৷ কাজ হারিয়েছেন বহু মানুষ,অন্তত ৬০ লক্ষ পেশাদার কর্মচারী কাজ হারিয়েছে গত ৩ মাসে৷ আর এই পরিস্থিতি বেসরকারি সংস্থাগুলিকে কর্মী ছাঁড়াইয়ের পথ আরও পথ প্রশস্ত করে নয়া বিল কার্যকর করতে চলেছে কেন্দ্র সরকার!
সর্বভারতীয় একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে,সরকারের অনুমতি ছাড়া বেসককারি সংস্থাগুলিকে কর্মী ছাঁটাইয়ের ছাড়পত্র দিতে চলেছে কেন্দ্রের সরকার৷ নিজেদের মন মতো সংস্থাগুলি কর্মী নিয়োগ এবং কর্মী সংকোচন করতে পারবে৷ কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এর তরফ থেকে শনিবার লোকসভায় পেশ করা একটি বিল যেখানে এমনটাই প্রস্তাব দেওয়া হয়।
তবে ১০০ জনের কম কর্মী আছে এমন কোনো সংস্থায় সরকারের অনুমতি ছাড়াই কর্মী নিয়োগ ও কর্মী অপসারণ করা যেতে পারে। তবে এইবারে ৩০০ কর্মী আছে এমন সংস্থাগুলোকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী।