fbpx
Thursday, July 29, 2021
Homeনতুন খবরকমিশনের নয়া নির্দেশ জারি

কমিশনের নয়া নির্দেশ জারি

করোনা নেগেটিভ রিপোর্ট ছাড়া গণনা কেন্দ্রে প্রবেশ নিষেধ।

একদিকে পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে জুড়ে চলছে বিধানসভা নির্বাচন।অপরদিকে বিশ্ব জুড়ে করোনা দ্বিতীয় ঢেউ এর থাবা। দ্রুত গতিতে বাড়ছে করোনা আক্রান্ত এর সংখ্যা। নির্বাচন এর আগে বহু প্রার্থী করোনা আক্রান্ত হয়েছেন। এমনকি কয়েকজন প্রার্থী মারা গেছেন। আগামী ২ মে পশ্চিমবঙ্গ সহ চারটি রাজ্যে ও এক কেন্দ্র শাসিত অঞ্চলে ভোট গণনা। করোনা অবহে ভোট গণনার দিন বা তার পর কোনো বিজয় মিছিল বের হওয়াতে কমিশন নিষেধাজ্ঞা জারি করেছেন।

 

 

 

এবার নির্বাচন কমিশন এক কড়া পদক্ষেপ নিলেন। কমিশন জানিয়েছেন , করোনা রিপোর্ট নেগেটিভ ছাড়া গণনা কেন্দ্রে প্রবেশ নয়। এমনকি প্রার্থী ও কাউন্টইং এজেন্ট দের ক্ষেত্রেও একই নিয়ম। গণনা শুরুর ৪৮ ঘন্টা আগে করোনা টেস্ট করাতে হবে। গণনা কেন্দ্রে রাখতে হবে পিপিই কিট কাউন্টইং এজেন্টদের জন্য। দুজন এজেন্ট এর মাঝে যে থাকবেন তিনি পিপিই কিট পড়বেন। গণনা কেন্দ্রের কর্মীদের জন্য মাস্ক , স্যানিটাইজার , গ্লাভস বাধ্যতামূলক। প্রার্থী ও কাউন্টইং এজেন্টদের গণনা কেন্দ্রে ঢোকার আগে করোনা টেস্ট নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। এবং ভ্যাকসিন এর দুটো ডোজ নেওয়া আছে এই প্রমান দিতে হবে। গণনাকেন্দ্রের বাইরে দলীয় সমর্থকরা ভিড় জমাতে পারবেন না।কমিশনের নয়া নির্দেশ জারি

 

 

 

কমিশনকে করোনা অবহে ভোট পরিচালনা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য মাদ্রাজ হাইকোর্ট কমিশনকে দায়ী করেছেন। হাইকোর্ট জানিয়েছেন এই করোনা অবহে কমিশন মিটিং মিছিলের অনুমতি দিয়ে করোনা সংক্রমণ এত ছড়িয়েছে। নাগরিক সমাজ প্রশ্ন তোলে করোনা সংক্রমণ বাড়ছে দেখেও কেন কমিশন হাত পা গুটিয়ে বসে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম