Home দেশ দিল্লি হিংসার নয়া মোড়ঃ আছে ধর্মজাযক জাকির নায়কের হাত, জানাল পুলিশ

দিল্লি হিংসার নয়া মোড়ঃ আছে ধর্মজাযক জাকির নায়কের হাত, জানাল পুলিশ

দৈনিক খবরঃদিল্লি হিংসায় জাকির নায়েকের হাত রয়েছে বলে এমনটাই তথ্য এবার উঠে আসলো! বিদেশ থেকে অর্থের মদত নিয়ে গত ফেব্রুয়ারী মাসে দিল্লি হামলার ছক কষেছিল বলে দাবি করে দিল্লি পুলিশের আধিকারিকেরা।

দিল্লি পুলিশের স্পেশাল তদন্তকারী দলের রিপোর্টে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য,সিঙ্গাপুর এবং সৌদি আরবের একটি এনআরআই একাউন্ট থেকে প্রচুর টাকার মদত এসেছিলো এমনকী কংগ্রেস নেতা ইসরত জাহানের একাউন্টে গাজিয়াবাদের থেকে প্রচুর বেআইনি ভাবে টাকা এসেছিলো বলেও খবর।দিল্লিতে অশান্তি সৃষ্টিতে কংগ্রেস নেতার একাউন্টের টাকা ব্যাবহার হয়েছে বলে খবর আসতেই পরবর্তীতে মার্চ মাসে ইসরতকে গ্রেফতার করা হয়।

তদন্তে দিল্লি পুলিশের স্পেশাল দল জানায়,সিঙ্গাপুর থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারা প্রচুর টাকা এসেছিলো অভিযুক্ত খালিদের কাছে।খালিদের পাসপোর্ট এর সব তথ্য বের করে জানা গিয়েছে সন্ত্রাসের টাকা গুলো সে বিভিন্ন দেশ ঘুরে সংগ্রহ করেছিল।পুলিশ খালিদের ফোন খতিয়ে দিল্লি হিংসা সংক্ৰান্ত একাধিক তথ্যের হদিশ পায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম