মালদা,নিজস্ব সংবাদদাতা: এইদিন এক নির্মম ঘটনার সাক্ষী থাকলো মালদা শহরের ইংরেজবাজার এর কৃষ্ণপল্লি এলাকার মানুষেরা।এই দিন এই অঞ্চলে মৃত সদ্যজাত উদ্ধারের পর থেকেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।
এইদিন ভোরের দিকে কিছু ব্যক্তি রাস্তায় হাঁটতে বের হন, এর পরেই তাদের চোখে পরে ঘটনাটি, এর পরেই বিষয়টি এক জনের থেকে আরও একজনের কানে পৌঁছতেই এলাকায় বিশাল চাঞ্চল্য ছড়িয়ে পরে। এর পরেই পুলিশ ঘটনার খবর পেয়ে সেই ঘটনা স্থানে পৌঁছয় এবং সদ্যজাতের দেহটি উদ্ধার করে, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুনঃ চিন পাকিস্তানের বাড়ছে চাপ, ভারতে আসতে চলেছে ‘তেজস’
স্থানীয়দের অভিযোগ, কৃষ্ণপল্লি রেল গেট লাগোয়া রয়েছে মালদা মেডিক্যাল হাসপাতাল এবং নার্সিংহোম। ফলে সেই এলাকায় মাঝে মধ্যেই এইরূপ ঘটনা ঘটেই থাকে বলে এমনটাই অভিযোগ আনেন স্থানীয়রা।আজ যে সদ্যজাতের দেহ উদ্ধার হয়েছে সেটি ছিল একটি পুত্র সন্তানের এবং ২দিন বয়স হতে পারে এই মৃত সন্তানটির এমনটাই অনুমান করা হয়েছে। পুলিশ এই বিষয়ে সমস্ত কিছু খতিয়ে দেখছে।