fbpx
Thursday, July 29, 2021
Homeদেশবাড়িতে পায়না নেটওয়ার্ক, অনলাইন ক্লাসের জন্য পাহাড়ে ডাক্তার পড়ুয়া

বাড়িতে পায়না নেটওয়ার্ক, অনলাইন ক্লাসের জন্য পাহাড়ে ডাক্তার পড়ুয়া

বর্তমানে বিশ্ব জুড়ে চলছে করোনা ভাইরাস এর ভয়াবহ পরিস্থিতি। করোনা ভাইরাস এর জেরে গোটা দেশ যেন থমকে গেছে। করোনা ভাইরাস এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো সব বন্ধ। প্রতিটি স্কুল কলেজে এখন চলছে অনলাইন ক্লাস। এই অনলাইন ক্লাসকে ঘিরেই এবার এক পড়ুয়ার খবর সকলের সামনে এলো।

এক ছাত্রী নেটওয়ার্ক এর অভাবে অনলাইন ক্লাস করার জন্য পাহাড়ে উঠে গেল। পড়ুয়ার নাম স্বপ্নালি। স্বপ্নালি ছোট থেকেই মেধাবী ছাত্রী। ছোট থেকেই স্বপ্নালির স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার কিন্তু অর্থের অভাবে তার সেই স্বপ্ন পূরণ হয় না। এরপর তিনি পশু ডাক্তারি নিয়ে পড়াশোনা শুরু করে। তিনি মুম্বাইতে পশু ডাক্তারি পড়েন।

লক ডাউন এর আট দিন আগেই তিনি সিন্ধুদুর্গে তার নিজের বাড়িতে চলে আসে। তার কয়েকমাস পর থেকেই স্বপ্নালির শুরু হয়ে যায় অনলাইন ক্লাস। সেই অনলাইন ক্লাসকে ঘিরেই দেখা দিল আরও এক নতুন সমস্যা। গ্রামে কোথাও মেলে না নেটওয়ার্ক তাই অনলাইন ক্লাস করতে তার ভীষণ অসুবিধা শুরু হয়। নেটওয়ার্ক এর জন্য তিনি চারিদিকে ঘুরতে থাকে। এরপর তার নেটওয়ার্ক মেলে পাহাড়ে।

তার বাড়ি থেকে দু কিমি দূরের উঁচুতে আছে এক পাহাড় সেখানেই মেলে তার নেটওয়ার্ক। তারপর থেকেই প্রতিদিন তিনি অনলাইন ক্লাস করার জন্য পাহাড়ে ওঠেন। স্বপ্নালি হার মানার মতো মেয়ে না তাই সব কিছুকে উপেক্ষা করেই সে প্রতিদিন ক্লাস করার জন্য পাহাড়ে ওঠেন। পাহাড়ি যেন তার ক্লাসরুম হয়ে গেছে।

তারপর এর মধ্যেই শুরু হয়ে গেলো বর্ষা কিন্তু স্বপ্নালি কে তো তাও ক্লাস করার জন্য পাহাড়ে যেতেই হবে বাড়িতে থেকে তো ক্লাস করা যাবে না। তাই সমস্ত ভয় , সাপখোপ , ঝড়বৃষ্টির জল , বিভিন্ন বন্য প্রাণী সব কিছুকে দূরে সরিয়ে দিয়ে তিনি পাহাড়ে তৈরী করে ফেলল তার ক্লাস করার ঘর। বাঁশ , ত্রিপল , দড়ি ও কাপড় দিয়ে তৈরী করলো সেই ঘর। সোশ্যাল মিডিয়ায় তার এই পড়াশোনার আগ্রহ দেখে উঠেছে প্রশংসার ঝড়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম