Home বিনোদন নোরা ফতেহির নিতম্বে স্পর্শ করলেন টেরেন্স , ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন...

নোরা ফতেহির নিতম্বে স্পর্শ করলেন টেরেন্স , ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

বর্তমানে নানা ধরণের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। আর যদি সেলিব্রিটিদের কোনো ভিডিও ভাইরাল হয় তাহলে সেটা নিয়ে একটু বেশি পরিমানে চৰ্চা শুরু হয় নেটিজেনেদের মধ্যে। সম্প্রীতি একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চা চলছে নেটিজেনেদের।

ভাইরাল হওয়া ভিডিওটি ইন্ডিয়া বেস্ট ডান্সার রিয়েলিটি শোয়ের ভিডিও ক্লিপ। এই রিয়েলিটি শো এর তিন বিচারক গীতা , নোরা ও টেরেন্স। এরা তিনজন মঞ্চের সামনে কারও উদ্দেশ্য নমস্কার করছিলেন। সেই নমস্কার এর জন্য হাত তোলার সময় নোরার নিতম্ব স্পর্শ হয় টেরেন্স এর হাত। এই ভিডিওটি ভাইরাল হওয়ায় এই ভিডিওটি নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে নেট পাড়ায়।

ভিডিওটি স্লো মশনে দেখলে মনে হচ্ছে টেরেন্স থাপ্পড় মারছেন নোরার নিতম্ব এ। নেটিজেনেরা এই নিয়ে সমালোচনা শুরু করেছেন যে টেরেন্স কি ইচ্ছে করে স্পর্শ করলো নোরাকে। এই নানা সমালোচনা শুরু হয়ে গেছে। আর নোরা টেরেন্স এর এই পোস্টটিকে সমর্থন জানিয়ে একটি নিচের কমেন্ট বক্সে নিজের কমেন্ট করেন।

তিনি লেখেন , ধন্যবাদ টেরেন্স। বর্তমানে ছবি বা ভিডিওর ফটোশপ করে বিকৃতি করা হয়। আমার খুব ভালো লাগছে যে বিষয়টি নিয়ে তুমি শান্তই রয়েছো। এই রিয়েলিটি শো এর বিচারক হতে পেরে আমি খুব খুশি। এই রিয়েলিটি শো থেকে আমি অনেক কিছু শিখেছি। অনেক ভালোবাসা ও অনেক সন্মান পেয়েছি। আমার খুব শ্রদ্ধার মানুষ তুমি ও গীতা ম্যাম।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম